প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৭:৩২ পিএম | অনলাইন সংস্করণ
টেকনাফ বাহারছড়া জাহাজপুরা জমি বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় কক্সবাজার সরকারী কলেজের অর্থনীতি বিভাগ ৪র্থ বর্ষের শিক্ষার্থী গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা যায়, বুধবার (২৯ জুলাই) সকালবে লা বাড়ির বাগানের গাছ কেটেছে বলে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় মৃত মোহাম্মদ হোসেনের পুত্র আবু ছিদ্দিককে (২৫) ধাওয়া করে ইকো পার্কের ভেতরে নিয়ে গিয়ে শফিকুর রহমানের নেতৃত্বে তার পুত্র শাহেদ উল্লাহ ও জাহেদ উল্লাহর দা, রড, লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মুখ তেতলে দিয়েছে, গোপনাঙ্গে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
আহত অবস্থায় ভিক্টিমকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।হুঁশ না ফেরায় ভিক্টিমের আবু ছিদ্দিকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে হামলার বিষয় জানতে চাইলে শফিকুর রহমান তাকে মারধরের ঘটনা স্বীকার করেন তবু ভিক্টিম তাদের গাছ কেটেছে বলেও জানান।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী বলেন,"ঘটানার বিষয়ে জানতে পেরেছি। তাকে চিকিৎসার পাঠানাো হয়েছে,অভিযোগ পায়লে আইনগত ব্যবস্থাগ্রহণ করা নেওয়া হবে"।