বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নিজে না খেয়ে কর্মীদের খাওয়াতেন সাহারা খাতুন আপা: আকবর হোসেন পাঠান ফারুক
সিনিয়র প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ১০:৩৮ পিএম | অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের দুঃসময়ে যে কয়জন নেতা মাঠে সক্রিয় রাজনীতি করেছেন, নিয়মিত নির্যাতন সহ্য করেছেন তাদের মধ্যে সদ্য প্রয়াত এ্যাডভোকেট সাহারা খাতুন অন্যতম। তার মতো কর্মীবান্ধব নেত্রীর অভাব কখনোই পূরণ হবার নয় বলে দাবি করেন আলোচকরা। দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপে এসব কথা বলেন আলোচকরা।

সোমবার (১৩ জুলাই) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক আইন প্রতিমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন।

আকবর হোসেন পাঠান ফারুক বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে সাহসী নেতৃত্ব দিয়েছেন এ্যাডভোকেট সাহারা খাতুন আপা। আমি ১৯৬৬ সাল থেকে রাজনীতি শুরু ছাত্রলীগের রাজনীতি শুরু করি। ৭৫ এর পর মাত্র ৫-৭ জন বঙ্গবন্ধুর হত্যার বিচার চাইতেন। তাদের মধ্যে সাহারা আপাও ছিলেন। আমি একদিন শুটিং থেকে খুব সকালে সাহারা আপার বাসায় গিয়ে চা আর ডাল পুরি খাওয়ার কথা কোনোদিন ভুলবো না। বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং সাহারা খাতুন আপার মধ্যে নেতৃত্বে মিল রয়েছে। বঙ্গবন্ধু একবার সিরাজগঞ্জে গেলে সেখানকার লোক আজকের বঙ্গবন্ধু সেতু চেয়েছিল, তখন বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আরে মিয়া মনসুর আলী, তুমি তো বলবে সেতুর কথা। তেমনি সাহারা আপাও এক অনুষ্ঠানে আমাকে বললেন, লোকজন আমার কথা শুনতে চায়।’ তিনি নিজে না খেয়ে কর্মীদের খাওয়াতেন। আওয়ামী লীগের দুঃসময়ে নেতাকর্মীদের মামলা লড়েছেন। তিনি বলতেন, তোরা তো আমাকে কিছু দিতে পারবি না। অনেক সময় আদালতে আসামিদের আগেই উপস্থিত হতেন সাহারা খাতুন আপা। আমরা একজন বড় মাপের নেত্রী হারিয়েছি। ভবিষ্যতে তার মতো নেত্রী পাওয়া আমাদের জন্য দুস্কর হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মাধ্যমে আমরা সকল আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম। তখন সাহারা আপা আমাদের পাশে দিলেন। 

ভোরের পাতাকে ধন্যবাদ জানিয়ে তিনি ফারুক আরো বলেন, অভিমান থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু বুজতেন এবং জানতেন বলেই ছাত্রলীগ প্রতিষ্ঠিত করেছিলেন। প্রধানমন্ত্রীর ভেতরে যে জ্বালা রয়েছে, তা আমরা কতজন দেখতে পেরেছি। আমি মনে করি, নেত্রীর চারপাশে অনেক সমস্যা আছে। সেগুলো আমাদের বলতে হবে। রাজপথে আমাদের আবার নামতে হবে। নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিুযুদ্ধের কথা বলতে হবে। বঙ্গবন্ধু ৭ মার্চ ছিলেন আমাদের প্রদীপ। ৬ মার্চ রাতে রেসকোর্স ময়দানে ঘুমিয়েছিলাম। ছোটবেলায় মাকে হারানোর পর বঙ্গবন্ধুর কাছ থেকে অনেক আদর পেয়েছি। আমাদের অভিমান ভেঙে কাজে নামতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]