প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৭:০৮ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালী বাউফলের পশ্চিম মাঝপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাদা পানির মধ্যে ঢালাই দেয়া হচ্ছে ভবনের বেইজের শর্ট কলাম। সংশ্লিষ্ট দপ্তরের কোন কর্মকর্তা কর্মচারী না থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেদের খেয়াল খুশি মতো নিম্নমানের সিমেন্ট ও পাথর ব্যবহার করে বৃষ্টির মধ্যে ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে পশ্চিম মাঝপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ করা হচ্ছে। এর মধ্যে মূল ভবনের জন্য ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। বাকি ১২ লাখ টাকা পুকুর, মাঠ ভরাট ও অন্যান্য কাজে ব্যয় ধরা হয়েছে। পটুয়াখালীর এমডি ফিরোজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ করছেন।
ওই বিদ্যালয়ের এক শিক্ষক অভিযোগ করেন, ঢালাইয়ের সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কোন লোক থাকেনা। ঠিকাদার প্রতিষ্ঠান যেমন খুশি কাজ করেন। বেইজের শর্ট কলাম ঢালাই দেয়া হয়েছে পানি কাদার মধ্যে। নিম্নমানের সিমেন্ট ও সাদা মরা পাথর ব্যবহার করা হচ্ছে ঢালাই কাজে। গত দুই দিন ধরে (রবিবার ও সোমবার) শর্ট কলামের ঢালাই কাজ করা হয়েছে। এ সময়ে এলজিইডি অফিসের তদারকি কর্মকর্তা কিংবা কার্য সহকারী উপস্থিত ছিলেননা। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ ছিলনা। ৮-১০ জন শ্রমিক নিজেদের খেয়াল খুশিমত কাজ করেছেন। এ ব্যাপারে কাজের তদারকি কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও তারা কোন ভ্রুক্ষেপ করেননি।
এ ব্যাপারে কাজের তদারকি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান সবুজ বলেন,‘জনবল কম থাকায় প্রতিদিন কাজের সাইডে যাওয়া যায়না। নির্মাণ কাজে কোন অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ ও মেসেজের জবাব দেননি।