প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৭:০৪ পিএম | অনলাইন সংস্করণ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসাবে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এর নির্দেশে মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান এই শ্লোগানকে বাস্তবায়নে লক্ষে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর নেতৃত্বে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ আলম লিমন, যুগ্ম আহবায়ক আজিজুল হক হীরা, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য রকি ইসলাম,সদস্য গোলাম মোস্তফা রাসেল,উপজেলা ছাত্রলীগ নেতা রতন পাল,শুভ্র দে,মেহেরাজ মিয়া,আলাল,মৃনাল সেন,শাওন পাল বিধান,রুবেল রায় ও উপজেলা ছাত্রলীগের কর্মীরা।
এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আলম লিমন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্রের অস্তিত্বে রক্ষার্থে আমাদের অধিক পরিমাণে গাছ লাগাতে হবে,প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় গাছের যত্ন নিতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন দুর্যোগ মোকাবেলায় পাশে ছিলাম আছি ও থাকবো। ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসুচী জামালগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নে অব্যাহত থাকবে বলে তিনি জানান।