বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
তেজগাঁও থানার হাজতখানায় ডা. সাবরিনা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২০, ১১:৫৬ পিএম | অনলাইন সংস্করণ

করোনা টেস্টে প্রতারণা করার অপরাধে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে তেজগাঁও থানার হাজতখানায় রাখা হয়েছে।

রবিবার (১২ জুলাই) ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয় থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে থানায় এনে থানাহাজতে রাখা হয়। বর্তমানে ডা. সাবরিনা থানাহাজতে আছেন। সোমবার (১৩ জুলাই) রিমান্ডের জন্য আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে বিকালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জেকেজি পাবলিক হেলথ ও জেকেজি গ্রুপের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ডা. সাবরিনা আরিফ চৌধুরী।’

রবিবার দুপুরে তাকে তেজগাঁও বিভাগের ডিসির কক্ষে প্রায় ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এসময় ডা. সাবরিনা সবকিছু অস্বীকার করেন। পুলিশের কোনও প্রশ্নের উত্তর সঠিকভাবে দেননি তিনি।

ডিসি হারুন অর রশীদ বলেন, ‘ডা. সাবরিনা চৌধুরীকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। এছাড়াও কিছু তথ্য-উপাত্ত পেয়েছি। আমাদের মনে হয়েছে জেকেজির এই প্রতারণার সঙ্গে তিনি জড়িত। তাছাড়া তিনি অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি, তাই আমরা তাকে গ্রেফতার করেছি। অধিকতর তথ্য জানার জন্য সোমবার সকালে তাকে আদালতে পাঠিয়ে চারদিনের রিমান্ড চাওয়া হবে।’

জেকেজি পাবলিক হেলথ গ্রুপটির কর্মকর্তাদের গ্রেফতারের পটভূমি উল্লেখ করে তিনি বলেন, ‘জেকেজি গ্রুপের নার্স তানজিনা পাটোয়ারি ও তার স্বামী হুমায়ুন কবীর হিমুকে আমরা প্রথমে গ্রেফতার করি। গ্রেফতারের আদালতে স্বীকারোক্তিতে তারা জানান, তানজিনা দিনে নার্স হিসেবে ঢাকার বিভিন্ন এলাকার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে ফেরার সময় রাস্তায় ফেলে দিতো। তার স্বামী হুমায়ুন কবীর হিমু গ্রাফিক্স ডিজাইনার হওয়ায় কম্পিউটারে রিপোর্ট তৈরি করে রোগীদের নাম ঠিকানায় রিপোর্ট পাঠিয়ে দিতো। তারা করোনা টেস্ট করার নাম করে দেশের নাগরিকদের কাছে পাঁচ হাজার টাকা এবং বিদেশিদের কাছ থেকে ১০০ ডলার করে নিতো। আমরা এই ভয়াবহ তথ্য জানতে পেরে তাদের আরও জিজ্ঞাসাবাদ করি। তারা আমাদের জানায় এর সঙ্গে জেকেজি গ্রুপ জড়িত। এরপর আমরা ওই গ্রুপে যাই। সেখানে গিয়ে আমরা জেকেজির প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীসহ চারজনকে গ্রেফতার করি। তাদের কাছ থেকেও আমরা করোনা টেস্টের নকল রিপোর্ট উদ্ধার করি।’

এছাড়াও পুলিশ ওই অফিস থেকে অনুমোদিত করোনা কিট উদ্ধার করে। গ্রেফতারকৃত ছয়জনকে পুলিশ ফের জিজ্ঞাসাবাদ করে। জেকেজি গ্রুপের চেয়ারম্যান কে তা তাদের কাছে জানতে চায় পুলিশ। তারা ছয়জনই গ্রুপের চেয়ারম্যান হিসেবে ডা. সাবরিনা চৌধুরীর নাম বলেন।

হারুন অর রশীদ বলেন, তিনি (ডা. সাবরিনা) একজন সরকারি চিকিৎসক। তার কাছে আমি জানতে চেয়েছি, তিনি জেকেজি গ্রুপের চেয়ারম্যান কিনা? তিনি অস্বীকার করেছেন। চেয়ারম্যান না হলে তিতুমীর কলেজে ঘটে যাওয়া একটি বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে গণমাধ্যমে কথা বলেছেন কেন এমন প্রশ্নের উত্তরে সাবরিনা জানান, তার স্বামী (আরিফুল হক চৌধুরী) তাকে কথা বলতে বলছেন। সাবরিনাকে আরও বিভিন্ন প্রশ্ন করা হলে, তিনি কোনও সদুত্তর তিনি দিতে পারেননি বলেও জানান হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, আমরা আগামীকাল তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবো। আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবো। এর সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে তাহলে আমরা তাকেও গ্রেফতার করবো। আপাতত আমরা তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়েছি। রিমান্ডে আনার পরে যদি আরেও কোনও অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা পাই তাহলে সেক্ষেত্রে অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডিসি হারুন বলেন, একজন সরকারি চিকিৎসক হিসেবে অন্য কোন প্রতিষ্ঠানের তিনি চেয়ারম্যান হতে পারেন না। আবার সেটির মুখপাত্র হিসেবে বক্তব্যও দিতে পারে না। আমরা যখন তাদের প্রতিষ্ঠানের লোকজনকে গ্রেফতার করলাম তখন আবার তাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও সাবরিনা চৌধুরী তার ফেসবুকে জেকেজির পক্ষেও স্ট্যাটাস দিয়েছেন। তিতুমীর কলেজের ঘটনায় যে বিবৃতি দিয়েছেন সেই ঘটনায়ও উনি ওনার দায় এড়াতে পারেন না। উনি এর কোনওটির সদুত্তর দিতে পারেননি।

জেকেজির লোকজন থানায় ঢুকে থানা ভাঙচুর করেছে, পুলিশকে আঘাত করেছে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। জেকেজির প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরী থানায় ঢুকে হাজতখানায় সিসি ক্যামেরা ভাঙচুর করেছেন এই ঘটনায় একটি মামলা হয়েছে। আরও দুটি মামলা আছে বলেও জানান হারুন অর রশীদ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]