প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২০, ৫:৩১ পিএম আপডেট: ১২.০৭.২০২০ ৫:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থিক ব্যবস্থাপনায় অন্যতম গুরুত্বপূর্ণ হল কোষাধ্যক্ষের পদ। বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের মেয়াদ শেষ হয়েছে গত শনিবার। খুব শিগগিরই ঢাবির নতুন কোষাধ্যক্ষ নিয়োগ দিবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।
কোষাধ্যক্ষের দৌড়ে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া কাঞ্চন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ও একই বিভাগের তার স্ত্রী অধ্যাপক ড. মুবিনা খন্দকার, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী ও একই বিভাগের অধ্যাপক মো. আলী আক্কাস এবং ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. ফারহাত আনোয়ারের নাম।
অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া কাঞ্চন এখন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টারের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি আট বছর মাস্টার দ্যা সূর্যসেন হলের হাউজ টিউটরের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ ট্যুরিজম এডুকেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ভারতের ইন্দিরা গান্ধী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের আগের কমিটিতে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। প্রস্তাবিত নতুন কমিটিতে শিক্ষা সম্পাদক হিসেবে নাম রয়েছে তার। তার গবেষণাভিত্তিক ৩০ টি আর্টিকেল বিভিন্ন স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে। তা ছাড়া তার গবেষণা ও লেখা নিয়ে দুইটি বই বাজারে রয়েছে।
অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক মো. আলী আক্কাসের পিএইচডি ডিগ্রি নেই। অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ সব বিষয়ে প্রথম শ্রেণি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ ক্যাসেলের ধানমন্ডির ক্যাম্পাস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ধানমন্ডির ওই ক্যাম্পাসকে কালো তালিকাভুক্ত করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এই বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত ও বন্ধ করা হয়েছে। অন্যদিকে, অধ্যাপক আলী আক্কাসের বিরুদ্ধে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পুত্রবধূকে নিজ বিভাগে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।
অধ্যাপক ড. ফরহাত আনোয়ার নীল দলের রাজনীতিতে এসেছেন খুব বেশি দিন হয়নি। তার আগের পড়াশুনা প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিষয়ে। আর্থিক ব্যবস্থাপনায় তার আগের কোনো অভিজ্ঞতা নেই। ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল করেছেন।
নতুন কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিয়োগ দেন মহামান্য আচার্য। এই বিষয়ে তিনি নিশ্চয়ই অবগত আছেন। সময়মতোই তিনি কোষাধ্যক্ষ নিয়োগ দিবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কোষাধ্যক্ষের পদ নিয়োগের জন্য ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে নামসহ প্রস্তাব পাঠানো হয়েছে। খুব শীগগির একজনকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।