প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২০, ৪:০৬ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়ায় ‘কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’-স্লোগানকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুস সালাম সরকার, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
পরে উপজেলা পর্যায়ে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ কে 'শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ' সম্মাননা স্মারক হস্থান্তর ও সাখাওয়াত হোসেনকে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান পুরস্কার দেয়া হয়।