বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ফেনীতে রিলিফ কার্ডের আওতায় আসছে ৫৫ হাজার পরিবার
এমাম হোসেন এমাম, ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২০, ৪:৩১ পিএম | অনলাইন সংস্করণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 'কোভিড-১৯ বিশেষ মানবিক সহায়তা কর্মসূচী'র আওতায় ফেনীতে ৫৫ হাজার অসহায় পরিবার পাচ্ছে রিলিফ কার্ড।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলায় ১৯ হাজার, সোনাগাজীতে ১০ হাজার, ছাগলনাইয়ায় ৭ হাজার, দাগনভূঞায় ৮ হাজার, পরশুরাম ৫ হাজার ও ফুলগাজীতে ৬ হাজার পরিবার প্রতিমাসে ২০ কেজি চাল সরকারি সহায়তা পাবে।

সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ জানান, ইউনিয়নের ৯ ওয়ার্ড হতে ১ হাজার ১৩০ জনের তালিকা প্রদান করা হয়েছে। এরা কর্মসূচির আওতায় মাসে ২০ কেজি করে চাল পাবেন।

ছাগলনাইয়া পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা জানান,পৌর এলাকায় ১২শ অসহায় পরিবারকে যাচাই বাচাই করে এসব রিলিফ কার্ড দেওয়া হবে।ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা  রবিউল হাসান জানান,জনসংখ্যার হার অনুপাতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে  উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে অসহায় পরিবার গুলোর সংখ্যা নির্ধারণ করা হচ্ছে।প্রকৃত অসহায় পরিবারগুলো যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আলাদা মনিটরিং দল গঠন করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, অসহায় পরিবারের তালিকা প্রায় চুড়ান্ত। আগামী সোমবারের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠানো হবে। আশা করি মে মাস থেকে বিতরনের কাজ শুরু করা যাবে।

তিনি জানান, ইতোমধ্যে জেলায় ৯৫ হাজার ৩৪৭ পরিবার করোনায় দুর্যোগকালিন সরকারি সহায়তা পেতে তালিভূক্ত হয়েছে। এদের মধ্য থেকে বেশী কষ্টে আছে এমন ৫৫ হাজার পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আনা হচ্ছে।যারা এই সহযোগিতা পাচ্ছেন তারা সরকারি অন্যান্য খাদ্য সহযোগিতা পাবেন না। তাদের বাদ দিয়ে অন্যদের জন্য খাদ্য সহযোগিতা থাকবে।

জেলা প্রশাসক আরো বলেন, চলমান সরকারি সহায়তা ছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় এক লাখ পরিবার সরকারি সহায়তা অব্যাহত রয়েছে। মানুষের খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]