শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
করোনাভাইরাস:ফেনীর ছাগলনাইয়া নিয়মিত সেবা দিচ্ছে কুইক রেসপন্স টিম
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২০, ১০:২৭ পিএম | অনলাইন সংস্করণ

ছাগলনাইয়া নিয়মিত সেবা দিচ্ছে ‘উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম’। ছাগলনাইয়া উপজেলার একটি গ্রামের প্রসূতি ফারজানা আক্তার নিশি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। করোনায় চলমান অচলাবস্থায় তাৎক্ষণিক হাসপাতালে আনা কঠিন হয়ে পড়ে। তখন প্রসূতির লোকজন -এর হটলাইনে # ০১৮১-৫৯৩৩-৪১৬ ফোন করলে এ্যাম্বুলেন্সসহ পাশে এসে দাঁড়ায় কুইক রেসপন্স টিম। সে রাতেই তিনি ফেনীর একটি বেসরকারি হাসপাতালে সুষ্ঠুভাবে মা হন ওই প্রসূতি।

ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, নিজের ব্যক্তিগত উদ্যোগে গঠিত ‘উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে।  এ পর্যন্ত ৫০জন রোগীর স্বাস্থ্যসেবায় এ্যাম্বুলেন্স সেবা দেয়া হয়েছে। তবে এ টিম গঠনের উদ্যোগের পেছনে মূল কারণ ছিল মধ্যবিত্তের পাশে থাকা।

তিনি আরো বলেন, মধ্যবিত্ত পরিবারের খাদ্য নিশ্চিত করা, নিম্ন আয়ের মানুষদের খাবার ঘরে পৌঁছে দেয়া, এমনকি রাস্তায় প্রাণিদের খাবারের ব্যবস্থা করছে কুইক রেসপন্স টিম।

চেয়ারম্যান সোহেল চৌধুরী জানান, ছাগলনাইয়া উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌর এলাকার মানুষের জন্য এ সেবা বলবৎ থাকবে। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিনিধি নিয়ে ২৫ জনের একটি দল মানুষের সেবায় কাজ করছে। সেবা নিশ্চিত করতে করোনা পরিস্থিতি পর্যন্ত একটি এ্যাম্বুলেন্স নেয়া হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে মানুষকে দ্রুত সেবা পৌঁছে দিতে।

চেয়ারম্যান বলেন, ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা ছাড়াও কুইক রেসপন্স টিমের মাধ্যমে দুরবর্তী অঞ্চলে উপজেলার গুচ্ছগ্রামগুলোতে খাবার পৌঁছে দিচ্ছি। তিনি জানান, ১০ এপ্রিল এ উদ্যোগের সূচনার পর এ পর্যন্ত প্রায় এক হাজার পরিবারকে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেয়া হয়েছে।

উপজেলা যুবলীগ নেতা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল বলেন, হট লাইন নম্বওে (০১৮১-৫৯৩৩-৪১৬) যোগাযোগকারী এবং যেসব মধ্যবিত্ত পরিবারের খোঁজ আমরা পাচ্ছি, রাতের আঁধারে তাদের বাড়ির আঙিনায় প্যাকেটটি রেখে কলিংবেল দিয়ে ফিরে আসছি। বেশিরভাগ ক্ষেত্রে তারা আমাদের চেহারা দেখে না।

পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক দলের সদস্য  খোকন পাটোয়ারী জানান, বাজার বন্ধ থাকায় রাস্তায় থাকা প্রাণিগুলো খাবার সংকটে আছে। কুইক রেসপন্স টিম প্রতিদিন খিচুড়ি রান্না করে ডাস্টবিনে রেখে আসে। এতে কুকুর ও পাখিগুলোর খাওয়া নিশ্চিত হয়।

স্বেচ্ছাসেবক দলের সদস্য  জসিম উদ্দিন জানান, এ সেবার আওতায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের চেয়ারম্যান খাদ্য উপহার ও আর্থিক সহযোগিতা করেছেন। যা সামনের দিনেও অব্যাহত থাকবে।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]