প্রকাশ: শনিবার, ২ মে, ২০২০, ১০:০৭ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের গোপালপুরে গাজীপুর ফেরত এক যুবতী(১৮) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।আক্রান্ত যুবতী উপজেলার হাদিরা গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয় শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান,শুক্রবার ৮১টি নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ আসে।
এ বিষয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান,ওই যুবতী গাজীপুরে থাকতেন।গত ১৮ এপ্রিল বাড়িতে আসে।তখন থেকেই তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে পরলে এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।শনিবার (০২ মে) সকালে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।পরে উপজেলা প্রশাসন আক্রান্ত ওই যুবতীর বাড়িসহ আশে পাশের ১০ বাড়ি লকডাউন করে দেয়া হয়। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান, আক্রান্তকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও তাকে লেবু, কালো জিরা, মধু, আদা পাঠিয়ে তা ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।