খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ দশমিনার ডিলারের বিরুদ্ধে
প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২০, ৯:৫২ পিএম | অনলাইন সংস্করণ
দশমিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় ১৯ জন কার্ডধারী উপজেলা র্নিবার্হী অফিসার বরাবরে কার্ড নাম্বার সহ লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আজ শনিবার উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ১৯ জন হতদরিদ্র মানুষ ১০ টাকা কেজি চালের কার্ডধারী সংশ্লিষ্ট এলাকার ডিলার মোঃ আব্দুল হাই সিকদার ২/৩ মাস পর্যন্ত তাদের কার্ড আটকে রেখে চাল আত্মসাৎ করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত ডিলার আব্দুল হাই সিদার জানান, একটি মহল আমাকে বিপদে ফেলতে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন। উপজেলা র্নিবাহী অফিসার তানিয়া ফেরদৌস জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। তদন্তকারী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার বনি আমিন খান জানান, কিছুক্ষন আগে তদন্ত সংক্রান্ত কাগজ হাতে পেয়েছি।