প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২০, ৭:৪১ পিএম | অনলাইন সংস্করণ
বগুড়ার আদমদীঘিতে করোনায় আক্রান্ত হয়েছে এক রড মিস্ত্রি (৩৫)। গতকাল বৃহস্পতিবার রাতে তার দেহে কাভিট-১৯ সনাক্ত হয়। এ বিষয়ে নিশ্চিত করেন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান। করোনা আক্রান্ত ব্যক্তি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। পেশায় একজন রড মিস্ত্রি পাবনায় কর্মরত ছিলেন। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ডা. শহীদুল্লাহ্ দেওয়ান জানান, গত ২৫ এপ্রিল পাবনায় কর্মরত ওই রড মিস্ত্রি ব্যক্তি নিজ বাড়িতে উপজেলার ইসবপুর গ্রামে আসেন। সেই দিন থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তার হালকা জ্বর ছাড়া অন্য কোনো সমস্যা ছিলো না। ২৭ এপ্রিল নমুনা সংগ্রহ করে বগুড়া পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।
অর্থাৎ তিনি এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধারণা করা যাচ্ছে পাবনায় কর্মরত থাকা অবস্থায় সেখানে নারায়নগঞ্জ শ্রমিকদের স্পর্শে যান। বর্তমানে তার শারীরিক আবস্থা ভালো সেই জন্য তাকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে যদি কোনো অবস্থার অবনতি হয় তবে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে পাঠানোর সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা পজেটিভ ওই রড মিস্ত্রির বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে ওই পরিবারের সঙ্গে প্রতিবেশিদের মেলামেলা নিষেধ করা হয়েছে।