প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২০, ৭:১৫ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালী বাউফলের এক বিধবা নারীর বয়স্ক ভাতার টাকা আত্মসাত করেছে কনকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য। এ বিষয়ে ওই নারী লিখিত অভিযোগ করলে বাউফলের ইউএনও সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মজিবর রহমান সরকার কর্তৃক বিতরণকৃত একাধিক সুবিধাভোগীর বই আটকে রেখে বিভিন্ন কৌশলে অর্থ আদায় করেছেন। সম্প্রতি বয়স্ক ভাতার তালিকায় নাম দেওয়ার কথা বলে সংশ্লিষ্ট ওয়ার্ডের মৃত দলিল উদ্দিন খানের স্ত্রী মনোয়ারা বেগমের কাছ থেকে ২৪০০ টাকা নেন। নির্ধারিত সময়ে ওই নামে সরকারী টাকা বরাদ্ধ আসলে বৃদ্ধাকে না দিয়ে ৬ মাসের ৩ হাজার টাকা উত্তোলন করে নেন।
বিষয়টি ওই নারী জানতে পেরে ইউপি সদস্যরে কাছে বারে বারে ধরনা দিলে বয়স্ক ভাতার খাতায় নাম অন্তর্ভূক্ত হয়নি বলে জানান। কখনও বলছেন টাকা উত্তোলনের বই করতে টাকা ব্যয় হয়ে গেছে; আগামী ৬ মাস পরে পাবেন। পরে ওই নারী ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো: মজিবুর রহমান বলেন, টাকা উত্তোলনে একটা ভুল হয়েছে। সামনের দিকে আর এ ভুল হবেনা।