প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২০, ৬:২৮ পিএম | অনলাইন সংস্করণ
সাভারকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে করোনা ঠেকাতে সকল গার্মেন্টস ফ্যাক্টরি ও প্রবেশপথ বন্ধ করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে চিঠি দিয়েছেন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা।
জানাগেছে, সাভারে গার্মেন্টস ফ্যাক্টরি লক ডাউন থাকাকালে ২৮৬ টি রক্তের নমুনা নিয়ে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এতে ১১ জনকে কোভিড-১৯ সংক্রমন হতে দেখা যায়। এ সময় বিভিন্ন এলাকা লকডাউন করে সাভারের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠেছিল প্রায়। বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরি খোলার পর ১৩০ জনের রক্তের নমুনার মধ্যে ১৪ জনেরই করোনা হয়েছে বলে রিপোর্টে পাওয়া যায়।
সাভার উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা এ জন্য গার্মেন্টস ফ্যাক্টরি খোলাকে দায়ি করে বলেন, সাভারে শ্রমিক আসার পর থেকে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সাভারে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক এসে সংক্রমন ছড়িয়ে দিচ্ছেন। ফ্যাক্টরিতে বিজিএমইএ ও সরকারি স্বাস্থ্য নির্দেশ না মেনে পাশাপাশি অবস্থান করে কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। যে কারণে সাভারের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনই সাভারের সকল গার্মেন্টস ফ্যাক্টরি ও প্রবেশপথ বন্ধ না করলে সাভারের করোনা সংক্রমনের অবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন।
১ মে (শুক্রবার) এ সংক্রান্ত একটি চিঠি সাভার উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরণ করেন সায়েমুল হুদা। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।