প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম আপডেট: ০১.০৫.২০২০ ১২:২৫ এএম | অনলাইন সংস্করণ
গত শনিবার থেকে বুধবার পর্যন্ত সাবেক সাংসদ মোহাম্মাদ আলীর তত্ত্বাবধানে হাতিয়া চরকিং ইউনিয়নের বোয়ালিয়া হাইস্কুল এবং তমরদ্দিন ইউনিয়নের বঙ্গবন্ধু হাই স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বোয়ালিয়া হাইস্কুল এর ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক শাহ কামাল উদ্দিন উপহার সামগ্রী শিক্ষার্থীদের মাঝে সামাজিক দুরত্ব রেখে বন্টন করেন। বঙ্গবন্ধু হাই স্কুল এর প্রধান শিক্ষক আকতার হোসেন তার স্কুলের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও হাতিয়া বার এসোসিয়েসন এর সভাপতি এডভোকেট সাজ্জাদ এবং এডভোকেট তুহিন অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে রূপায়ণের উপহার সামগ্রী পৌছে দেন।
হাতিয়ায় রূপায়ণের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌছে দেন হাতিয়ার সাবেক চেয়ারম্যান মোঃ মনির উদ্দিন।
করোনা ভাইরাস সংকট নিরসনে শুরু থেকেই কাজ করছে দেশের আবাসন শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ। এর আগে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল কোম্পানির পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান প্রদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীকে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে ৫০ হাজার সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন। এছাড়াও রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ত্রিশ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।