প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ৩:২১ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসে আক্রান্ত হালিম বক্স (৪৯) মারা গেছেন। সে উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী গ্রামের মৃত হাসান এলাহি বক্সের পুত্র। আজ বৃহস্পতিবার বেলা সারে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তবে রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের করোনা ইউনিটে ভর্তী হবার পরে ১জন ডাক্তার ১ মিনিটের জন্যও চিকিৎস্যা সেবা দিতে আসেনি।
উপজেলার কালিশুরী ইউপির চা বিক্রতে হালিম বক্স জর ও শ্বাস কস্ট নিয়ে ১৪ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই সময় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠালে ২৪ এপ্রিল তার করোনা পজেটিভ আসে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশেনা অনুযায়ী গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে। তার বসত বাড়িটি সপ্তাহ আগে লকডাউন করা হয়েছে। বাড়িতে অবস্থানকৃত স্ত্রী কন্যা ও তিন পুত্রের জন্য উপজেলা প্রশাসন থেকে খাবারের ব্যবস্থা চলমান আছে।
উল্ল্যেখ্য, ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৯৩ জন নারি পুরুষের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে। যার মধ্যে কালাইয়া ৫, চন্দ্রদ্বীপ ১, কালিশুরী ১, নওমালা ১, বগা ১ ও সদর ইউপির বিলবিলাস গ্রামের ১ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ এসেছে।