রোববার ৫ জানুয়ারি ২০২৫ ২১ পৌষ ১৪৩১

শিরোনাম: বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন   বাধ্যতামূলক অবসরে ৬ ব্যাংকের এমডি   টেকনাফে আরও ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ   দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ   বিচারকদের প্রশিক্ষণে ভারত পাঠানোর সিদ্ধান্ত বাতিল    গাজায় তিনদিনে ৩ শতাধিক ফিলিস্তিনি হত্যা   সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস গ্রেপ্তার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পাঠ্যবইয়ে র‍্যাপার সেজান ও হান্নান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৪:২১ পিএম | অনলাইন সংস্করণ

সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ের ‘অ্যা নিউ জেনারেশন’ অধ্যায়ে আলোচিত দুই তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল এবং মোহাম্মদ সেজানের নাম উঠে এসেছে। নারায়ণগঞ্জের এই দুই শিল্পী ছাত্র–জনতার আন্দোলনে তাদের গানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাদের জনপ্রিয় গান ‘কথা ক’ এবং ‘আওয়াজ উডা’ আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রেরণা জুগিয়েছে এবং তাদেরকে আরও পরিচিত করেছে।

সম্প্রতি পাঠ্যবইয়ে হান্নান-শিমুলের বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসে। এরপর চলতি বছরের জাতীয় শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর পাঠ্যবই - 'ইংলিশ ফর টুডে' তে দেখা যায়, সেখানে 'নতুন প্রজন্ম' অধ্যায়ের 'জেনজি বিপ্লব' শিরোনামে উঠে এসেছে  র‍্যাপার হান্নান ও সেজানের নাম। 

বইয়ের ৩০ নম্বর পাতার সেই অনুচ্ছেদের তাদের সম্পর্কে লেখা হয়েছে, ‘আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন।’

অনুচ্ছেদে আরও উল্লেখ করা হয়েছে, ‘তাদের র‌্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না; তারা সাহসী এবং ব্যতিক্রম।’

পাঠ্যবইয়ের নাম আসার খবরে ‘গর্ববোধ’ করছেন বলে জানান ‘আওয়াজ উডা’ র‍্যাপার হান্নান। শুক্রবার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগে বইয়ে অনেককে নিয়ে জানতে পারছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।’

‘আওয়াজ উডা’ প্রকাশের পর গ্রেপ্তার করা হয়েছিল র‌্যাপার হান্নানকে। ১২ দিন জেল খেটেছেন নারায়ণগঞ্জের এই র‍্যাপার। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট মুক্তি পান এই তরুণ র‍্যাপার। বিরুদ্ধ সময়ে ‘কথা ক’ প্রকাশের পর আত্মগোপনে থাকতে হয়েছিল সেজানকে।

সেজান ও হান্নান নিয়মিত কনসার্টে পারফর্ম করছেন। গত বছরের শেষের দিকে তারা ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গান পরিবেশন করেন। বর্তমানে তারা নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত, যা শিগগিরই ঘোষণা করবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]