প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:৫০ এএম | অনলাইন সংস্করণ
পরিবেশবান্ধব হওয়ায় ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটকার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারিত হবে, যা আগে শতভাগ নগদ মার্জিন রেখে এলসি খুলতে হতো।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, জ্বালানি ও পরিবেশবান্ধব বিবেচনায় বর্তমানে বিশ্বব্যাপী সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে নীতিগতভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ঘনবসতিপূর্ণ এই দেশে এ ধরনের পরিবহন কার্বন নিঃসরণ হ্রাস ও বায়ুর গুণমান সূচক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।
সার্কুলারে বলা হয়েছে, সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারিত হবে।
তবে সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ব্যতীত অন্য গাড়ি (সেডানকার, এসইউভি এবং এমপিভি) আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে, যা আগে ছিল শতভাগ।