প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:৩৫ এএম | অনলাইন সংস্করণ
টঙ্গীর ইজতেমা মাঠ ও আশপাশের তিন কিলোমিটার এলাকায় জারি করা (১৪৪ ধারা) নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন। এতে দীর্ঘদিন বিরতির পর সেখানে আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতিমূলক কাজ শুরু করছে শুরা-এ-নেজামের (মাওলানা জুবায়েরপন্থি)।
গতকাল বৃহস্পতিবার তাবলীগ জামাত বাংলাদেশ (শুরা-এ-নেজামের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাবিবুল্লাহ রায়হান আরো জানান- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার ব্যাপী এলাকায় জারিকৃত (১৪৪ ধারা) আদেশ সমূহ বৃহস্পতিবার বিকাল ৫টা হতে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রাতে ইজতেমা মাঠে তাবলিগের সাদপন্থিদের হামলায় তিনকর্মী নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ায় ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এদিকে বিভিন্ন জেলা ও উপজেলায় তাবলিগের চলমান সমস্যা নিরসনের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ থেকে সংশোধিত নতুন প্রজ্ঞাপন এসেছে।
বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়- এখন থেকে অর্থাৎ ২ ডিসেম্বর হতে জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা মোহাম্মদ সাদ-এর অনুসারীরা যার যার তাবলিগি মারকাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রেখে নিজ নিজ তাবলিগি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবেন। একপক্ষ অন্যপক্ষের মারকাজে কোন ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হতে বিরত থাকার অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।
এছাড়া কাকরাইল মসজিদের ক্ষেত্রে, আগে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ড. মো. আব্দুল সালাম।
হাবিবুল্লাহ রায়হান জানান, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সারাদেশে তাবলিগের যারা যেখানে কার্যক্রম চালিয়ে আসছে তারা সেখানেই থাকবে। এছাড়া ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতি শুরু করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বে জুবায়েরপন্থিদের আয়োজনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সাদপন্থিদের ইজতেমা হওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত।