প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৫:০৩ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা-সিলেট মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি লরিকে পাশ কাটাতে (ওভারটেকিং) গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া নামক স্থানে এ দুর্ঘটনা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন। তারা হলো- মোটরসাইকেল চালক বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে কামরান আহমেদ (২১) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২০)। নিহত আহমদ আলী সুমন বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাহুবল থেকে একটি মোটরসাইকেলের করে সিলেট যাচ্ছিল তিন বন্ধু। নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি লরিকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি মহাসড়কে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আহমদ আলী সুমন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় কামরান আহমেদ ও সুমন আহমেদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।