বুধবার ১ জানুয়ারি ২০২৫ ১৭ পৌষ ১৪৩১

শিরোনাম: থার্টি ফার্স্ট নাইটে হোটেল ওয়েস্টিন ও রিজেন্সিতে অভিযান   ২০২৪ সালে গণপিটুনিতে ১২৮ জন নিহত   নববর্ষে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫   বই উৎসবের নামে দেড় দশকে অর্থের অপচয় হয়েছে   দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ   থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা   আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে: প্রধান উপদেষ্টা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৮ পিএম | অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১টি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে গত মঙ্গলবার। 

এর মধ্যে রয়েছে, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। 

সবচেয়ে বেশি বিতর্ক উঠেছে তেজগাঁও কলেজ, বাংলা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, ঢাকা মহানগর চার শাখা ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ উঠেছে নবগঠিত ইউনিট কমিটিতে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে বিতর্কিতদের রাখা  হয়েছে। 

পদ পাওয়ার তালিকায় রয়েছেন বিগত সরকারবিরোধী আন্দোলনে নিষ্ক্রিয়, চাঁদাবাজির সঙ্গে জড়িত, ধর্ষণ মামলার আসামি ও অছাত্ররা। বাদ পড়েছেন আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা, নিপীড়ন-নির্যাতনের শিকার, মামলা-হামলায় জর্জরিত ও গুমের শিকার হওয়া নেতাকর্মীরা। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রনেতারা।

গত ২ দিন ধরে রাজধানীর বিভিন্ন ক্যাম্পাসে ও স্পটে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে। ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের কুশপুত্তলিকা দাহ করার ঘটনাও ঘটেছে। ঢাকা পলিটেকনিক ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের অধীনস্থ ইউনিট হলেও কেন্দ্র উক্ত ইউনিটের কমিটি প্রকাশ করে। কমিটি দেয়ার ক্ষেত্রে কারোর কাছে কোনো রাজনৈতিক জীবনবৃত্তান্ত পর্যন্ত চাওয়া হয়নি। কমিটিতে যায়গা হয়নি জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের। 

এরকম একজন পদবঞ্চিত ছাত্রদল নেতা আতিকুর রহমান আতিকের সাথে যোগাযোগ করলে জানা যায়, ২০১০ সাল থেকে নিয়মিত রাজনীতির সাথে জড়িত থেকেও তাকে সঠিক মূল্যায়ন করা হয়নি। 

তিনি নিজের বিষয়ে বলতে গিয়ে বলেন 'আমি ২০১৪ সালের হরতাল অবরোধের সময় ২১ টি প্রোগ্রাম করেছি। সে সময় পুলিশ আমাকে আটক করে ককটেল ধরিয়ে দিয়ে গ্রেফতার দেখায়। দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি হাজিরায় উপস্থিত থেকেছি৷ ২০১৮ সালের নির্বাচনের সময় ঢাকা ১২ আসেনে সর্বোচ্চ প্রোগ্রাম করেছি। ২০২৩ এর নির্বাচন সহ জুলাই আন্দোলনের প্রতিটি প্রোগ্রামে নিজের সর্বোচ্চটা দিয়ে দেশ ও দলের জন্য কাজ করেছি। দীর্ঘ ক্যাম্পাস রাজনীতিতে ৬ টি মামলায় ৪ বার কারাবরণ সহ ছাত্রলীগ, আওয়ামী লীগ দ্বারা একাধিকবার নির্মম নির্যাতনের শিকার হয়েছি। আমার পা এখনো ভাঙ্গা হাটতে পারিনা ঠিক মতো।' 

দীর্ঘদিনের ত্যাগের বিনিময়ে পাদ বঞ্চিত এই ছাত্রনেতা আরও বলেন ' দেশ ও দলের জন্য কাজ করেছি আগামী দিনেও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে অবিচল থেকে দলীয় সকল কর্মসূচী বাস্তবায়ন করবো। 

তারেক রহমানের প্রতি আস্থা রেখে রাজনীতি চালিয়ে যেতে চান বলে মন্তব্য করেন এই ছাত্রনেতা। অন্যদিকে যাকে সভাপতি করা হয়েছে তার রাজনৈতিক কর্মসূচীতে ছিলো অনিয়মিত উপস্থিতি। নেই হামলা মামলার ইতিহাস। নানান অভিযোগে অভিযুক্ত। ৫ আগস্টের পরে নিজের গ্রুপ ভারি করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পূনর্বাসন করেছে। এসব অভিযোগ তথ্য প্রমাণ সহ কেন্দ্রীয় সংসদে জানানো হলে তাকে বহিষ্কার না করে বরং পুরষ্কৃত করা হয়েছে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের এক কর্মী বলেন, নতুন কমিটিতে যারা পদ পেয়েছে তারা অধিকাংশ গত ১৬ বছরের আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিল। অনেকে নতুন বা অপরিচিতদের গণহারে পদায়ন, সভাপতি ও সেক্রেটারির অনুসারীদের গুরুত্বপূর্ণ পদে বসানোসহ নানা অভিযোগ তুলেছেন এক অংশের নেতাকর্মীরা,যা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। এরই মধ্যে অনেকে প্রত্যাশিত পদ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগেরও ঘোষণা দিয়েছে।  আমরা চাই  আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা, নিপীড়ন-নির্যাতনের শিকার, মামলা-হামলায় জর্জরিত ও গুমের শিকার হওয়া নেতাকর্মীদের সঠিক ভাবে মূল্যায়ন ও  তাদের যোগ্য স্থান দেওয়া হোক।

নতুন কমিটি ঘোষণা পর বঞ্চিত নেতাকর্মীদের অভিযোগের বিষয়ে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, আমাদের সংগঠনে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোক অনেক। এরমধ্য থেকে আমরা ত্যাগীদের মূল্যায়নের চেষ্টা করেছি। যারা বাদ পড়েছে ভবিষতে তাদেরও মূল্যায়ন করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]