শুক্রবার ৩ জানুয়ারি ২০২৫ ১৯ পৌষ ১৪৩১

শিরোনাম: শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ, ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীত   গাজায় ভোর থেকে নিহত ১৭, ‘সেফ জোনে’ হামলায় প্রাণ গেল আরও ৫ শিশুর   রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত   সাইফের ফিফটিতে বরিশালকে উড়িয়ে দিল রংপুর   আন্দোলনের মুখে রাবির পোষ্য কোটা বাতিল ঘোষণা   সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে উপদেষ্টা নাহিদের চিঠি   দীপু মনির বান্ধবীকে পিএসসির সদস্য নিয়োগ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পাকিস্তানি পরিচয়পত্রধারী বাংলাদেশি ৩ বোন করাচিতে গ্রেপ্তার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:৩২ পিএম | অনলাইন সংস্করণ

পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে করাচির গুলশান–ই–ইকবাল এলাকা থেকে তিন বাংলাদেশি বোনকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) অ্যান্টি–হিউম্যান ট্রাফিকিং সার্কেল। 

তাদের বিরুদ্ধে অবৈধভাবে পাকিস্তানি পরিচয়পত্র সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।

রোববার আন্তর্জাতিক উর্দু সংবাদপত্র ডেইলি আউসাফের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে—আয়েশা নাজ, হিনা নাজ ও আফসান নাজ।

তাদের বিরুদ্ধে ২০২২ সালে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছিলেন তদন্ত কর্মকর্তারা। মামলার তদন্তে জানা যায়, অভিযুক্তরা বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও জালিয়াতির মাধ্যমে পাকিস্তানি পরিচয়পত্র অর্জন করেন। তারা একজন এজেন্টের সহায়তায় ভুয়া জন্ম ও মৃত্যু সনদ তৈরি করেন।

কর্মকর্তারা জানান, লিয়াকতাবাদ টাউনের রিজভিয়া সোসাইটির ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি তাদের ভুয়া সনদপত্র দেন। অভিযুক্তদের সহযোগিতায় জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান তাঁরা।

দেশটির ন্যাশনাল ডেটাবেইস অ্যান্ড রেজিস্ট্রেশন অথোরিটি (এনএডিআরএ) এ জালিয়াতির সঙ্গে জড়িত আছে কিনা সেটিও তদন্ত করছেন তারা। এনএডিআরএ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন সেবা দিয়ে থাকে।

পাকিস্তানে মানবপাচার রোধে এসব অবৈধ কার্যক্রমে সহায়তাকারী নেটওয়ার্ক ভাঙার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এফআইএ কর্মকর্তারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]