বুধবার ১ জানুয়ারি ২০২৫ ১৭ পৌষ ১৪৩১

শিরোনাম: বাংলাদেশকে জুলুম-নির্যাতন থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন   বিএনপি নেতা ইয়াহিয়ার মৃত্যু, তারেক রহমানের শোক   থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন, ঢাবি-জাবি শিক্ষার্থীসহ আটক ৯   থার্টি ফার্স্ট নাইটে ফানুস-পটকা উৎসবে ২ শিশু দগ্ধ   রাজধানীজুড়ে আতশবাজি, মিরপুর-ধানমন্ডিতে অগ্নিকাণ্ড   এবার হচ্ছে না ‘বই উৎসব’   সাহাবায়ে কেরাম নতুন বছরের শুরুতে যে দোয়া পড়তেন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিপিএল টিকিটের দাম ও কোথায়-কীভাবে মিলবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১:৫৪ পিএম আপডেট: ২৯.১২.২০২৪ ১:৫৬ পিএম | অনলাইন সংস্করণ

বিপিএলের একাদশ আসর শুরু হচ্ছে সোমবার। প্রথম দফায় খেলা হবে ঢাকায়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হবে বিপিএলের ম্যাচ।

রোববার (২৯ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা দামের টিকিট কিনতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে।

বিসিবি জানিয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড ও ইস্টার্ন গ্যালারির অবস্থান পিচের দুই পাশে। বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে। এ দুটি অংশের গ্যালারিগুলোতে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে।

এ সব টিকিট কেনা যাবে আজ বিকেল ৪টা থেকে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।

অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

অবশ্য বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার আগেই আজ সকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন হাজারখানেক দর্শক। টিকিট না পাওয়ায় এবং টিকিট নিয়ে বিসিবি আরও আগে স্পষ্ট করে কিছু না বলায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কেউ কেউ জানান ঢাকার বাইরে থেকে এসেছেন। পরে টিকিট-প্রত্যাশী দর্শক টিকিট নিয়ে বিসিবির ‘অবহেলা’র বিরুদ্ধে মিছিলও করেন।

বিসিবি পরিচালক নাজমূল আবেদীনও অব্যবস্থাপনা দায় স্বীকার করেছেন, ‘দায়ভার তো এটা আমাদেরকে নিতেই হবে। যারা খেলা দেখতে আগ্রহী, যারা খেলা দেখতে চায়, তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল। না যাওয়ার দায়টা পুরোপুরি আমাদের। তবে সমাধান মনে হয় ইতিমধ্যে হয়েছে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]