শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩ পৌষ ১৪৩১

শিরোনাম: গণহত্যার বিচার বিজয় দিবসের আগেই: আসিফ নজরুল   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে   সূর্যের সবচেয়ে কাছে পৌঁছে গেলো নাসা   যে সময়ে দোয়া বেশি কবুল হয়   এই সাতটি কাজ দূর করবে আপনার একাকিত্ব   রোগীর স্বজন ও সাংবাদিককে মারধর, ৩ আনসার সদস্য বরখাস্ত   নড়াইলে ইউনিয়নের নারী মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রাউজানের যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ দাবি
চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম | অনলাইন সংস্করণ

চট্টগ্রামের রাউজানে এক যুবলীগের নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। তাকে ফিরে পেতে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করছে বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন অপহৃতের স্ত্রী।

নিউজনাউ এর সর্বশেষ খবর পেতে গুগল নিউজ অনুসরণ করুন
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে জানায় পরিবার। 

অপহৃত ব্যক্তি আরিফুল হক চৌধুরী, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদের খীল গ্রামের বাসিন্দা। 

আরিফুল হক চৌধুরীর স্ত্রী সৈয়দা হালিমা বেগম বলেন, ‘বুধবার বিকাল সাড়ে ৪টায় আমার স্বামী ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমার সাথে সর্বশেষ রাত পৌনে ৯টায় কথা হয়। এরপর থেকে তার নম্বর বন্ধ পাওয়া যায়। অনলাইনেও পাচ্ছিলাম না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও রাতে সন্ধান পাওয়া যায়নি’। 

তিনি বলেন, ‘পরদিন বৃহস্পতিবার ভোরে আমার স্বামীর স্মার্ট ফোনের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমার মোবাইলে ফোন আসে। রিসিভ করলে স্বামীর পাশে আছেন জানিয়ে অপরিচিত এক ব্যক্তি আমাকে জানান, আপনার স্বামী বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, এখন আমার হেফাজতে আছে। কিন্ত আমাকে ২০ লাখ টাকা দিতে হবে।’

আরিফুল হক চৌধুরীর স্ত্রী বলেন, ‘আমি  স্বামীর সাথে কথা বলতে চাইলে অন্য এক নম্বরে ফোন করে সংযোগ রেখে আমাকে কথা বলিয়ে দেওয়া হয়। আমার মনে হয়েছে আমার স্বামী সারাসরি কথা বলেনি, তারা আমাকে সকাল ১১টার মধ্যে টাকা জোগাড় করতে বলেন, কিন্ত আমি আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে ২ লাখ টাকা জোগাড় করার কথা জানালে তারা যোগাযোগ বন্ধ করে দেয়’। 

‘এরপর আমি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। পরে নিখোঁজ উল্লেখ করে সাধারণ ডায়েরি করে আমাকে ফিরে আসতে হয়’। 

এই প্রসঙ্গে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। কেউ নিখোঁজ হলে নিখোঁজ ডায়েরি নিয়ে তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে অপহরণের বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে দাবি করেন।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]