প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৬:০৬ পিএম আপডেট: ২৬.১২.২০২৪ ৬:০৭ পিএম | অনলাইন সংস্করণ
মোহাম্মদপুর টাউহল শহিদ পার্ক মাঠের পাশে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ ডাকতি হওয়ার ১৬ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি ডাকাতির টাকা এবং এটিএম কার্ড। এসময় ব্যাংক থেকে ১০ লাখ ৩৪ হাজর ২৫৫ টাকা ডাকাতি হয়।
ডিসেম্বর মাসের গত ১০ তারিখ দিনগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এই ব্যাংকটিতে ডাকাতি হয় বলে জানান এস কে মোকলেছুর রহমান তৌফিক। তিনি এই এজেন্ট ব্যাংকিং এর মালিক। একই ভবনের ৫ তলায় তিনি বসবাস করেন।
ভুক্তভোগী মোকলেছুর রহমান বলেন, চলতি মাসের ১০ তারিখ রাতে আমার এই এজেন্ট ব্যাংকিং ডাকাতি হলেও এখনো টাকা কিংবা আসামি গ্রেফতার হয়েছে কিনা জানিনা। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সরেজমিনে গেলে এই ভুক্তভোগী বলেন, ঘটনার দিন থেকে তদন্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
তিনি বলেন, রাতে ব্যাংটি ডাকাতি করার পর ব্যাংকিং এজেন্টের ভিতরে আমার এটিএম কার্ড ছিলো, সেই কার্ড থেকে ৩৮ হাজার টাকা উত্তলন করে, তখন আমার মোবাইলে এসএমএস আসে তখন বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে, ভোর হলে বাসার নিচে নেমে দেখি এজেন্টের তালা ভাঙা এবং ভিতরে ঢুকে দেখি ব্যাংকে থাকা নগত ১০ লাখ টাকা নাই।
এই টাকা তো আমার না এই টাকা বিভিন্ন গ্রাহকদের বলেও জানান ভুক্তভোগী মোকলেছুর রহমান।
মোহাম্মদপুর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, মোহাম্মদপুরে একটি এজেন্ট ব্যাংকিং ডাকাতির ঘটনা ঘটেছে এ বিষয়ে পুলিশ কাজ করছে।
তদন্ত কর্মকর্তা উপ পুলিশ কর্মকর্তা (এসআই) এরশাদুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে তবে টাকা ও মালামাল এখনো উদ্ধার হয়নি।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের কোর্টে পাঠানো হয়েছে এবং আমাদের থানার টিম এই ঘটনা নিয়ে কাজ করছে।