বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ১১ পৌষ ১৪৩১

শিরোনাম: সচিবালয়ে আগুন নাশকতা কিনা, তদন্তের পর বলা যাবে   সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসকর্মী নিহত   আট–নয় তলার নথিপত্র পুড়ে গেছে, ধারণা ফায়ার ডিজির   মোহাম্মদপুরে পরিবহন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা   দেশের ৩ বিভাগে মাঝারি বৃষ্টির আভাস   ভেঙে ফেলা নিজামীর নামফলক উন্মোচন করলেন ছেলে   সচিবালয়ের আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ফের পালালেন ময়মনসিংহের সাবেক এমপি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০৯ এএম | অনলাইন সংস্করণ

দিনাজপুরের বালুয়াডাঙ্গা এলাকায় ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আবেদিন খান তুহিন আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে স্ত্রী ও দুই সন্তানসহ তার অবস্থান শনাক্ত করে পুলিশ। তবে শেষ পর্যন্ত তাকে ধরতে পারেনি। আবারও পালিয়েছেন তিনি।

আনোয়ারুল আবেদিন খান তুহিন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের  একাংশের আহ্বায়ক ছিলেন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে, ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন এবং পরাজিত হন। জুলাই অভ্যুত্থানের পর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা গোপন সূত্রে খবর পেয়ে বালুয়াডাঙ্গার প্রয়াত এম এ কুদ্দুসের বাড়িতে প্রবেশ করেন। ড্রয়িংরুমে থাকা আনোয়ারুল আবেদিন ও তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর তারা ইন্টারনেট ঘেঁটে সাবেক এই এমপির পরিচয় নিশ্চিত হন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা বিষয়টি দিনাজপুর জেলা পুলিশ সুপারকে জানান। 

পুলিশ চিহ্নিত স্থানে পৌঁছায় সকাল সাড়ে ১০টার দিকে। যদিও বাড়িতে তল্লাশি চালিয়ে জানতে পারে, এমপি তুহিন সেখানে নেই। তবে, তার পরিবারের সদস্যরা আছেন।

এ প্রসঙ্গে দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ওই বাড়িতে সাবেক সংসদ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]