প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবদুর রহিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী প্রেস ক্লাব মিলনায়তনে মুরাদ হোসেন নামের এক এনজিওকর্মী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। অভিযোগকারী জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত এক বক্তব্যে মুরাদ জানান, এক কফিশপ থেকে তাকে তুলে নেওয়ার পর মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এসআই আব্দুর রহিম তার কাছ থেকে ৬ লাখ টাকা দাবি করেন।
তিনি ডিবির হাত থেকে বাঁচার জন্য ২ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করেন। ডিবির এসআই জিম্মি করে তাকে একটি পুকুর প্রজেক্টে নিয়ে গিয়ে ভয় দেখান। গত ২৮ জুলাই বিকেলে দুর্গাপুরের মোহনগঞ্জ বাজার থেকে তুলে নেওয়া হয় তাকে। সাদা পোশাকে এসআই রহিমসহ মোট ছয়জন ছিলেন।
মুরাদ বলেন, ‘রহিম প্রথমে আমার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে আমাকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন তিনি। বাঁচার জন্য আমি আমার বাবাকে ফোন করি। তিনি দুই লাখ ৪৬ হাজার টাকা এনে এসআই রহিমকে দেন। এরপর আমি দুই দফা জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাইনি।’
তিনি বলেন, ‘লিখিত অভিযোগ করার কারণে এসআই রহিম এখন আবার আমাকে মাদকের মামলায় ফাঁসানোর পরিকল্পনা করছেন। পাশাপাশি আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।’
সংবাদ সম্মেলন থেকে এসআই আবদুর রহিমসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মুরাদ।
অভিযোগের বিষয়ে এসআই আবদুর রহিম জানান, মুরাদ তার বিরুদ্ধে অনেক জায়গায় অভিযোগ দিয়েছে।
তদন্ত চলমান রয়েছে। তদন্ত হলে সত্য মিথ্যা জানতে পারবেন।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’