প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীকে ‘বিষ মুয়ীদ’ বলে সম্বোধন করেছেন বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার। একইসঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন তিনি।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে 'জনপ্রশাসন সংস্কারকে ভিন্নপথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে বিসিএস (প্রশাসন) ক্যাডারের অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মকর্তাদের যৌথ প্রতিবাদ সভা'য় তিনি এ আল্টিমেটাম দেন।
এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘আজকে সকালে যখন আমি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আসছিলাম, তখন আমার দুজন ব্যাচমেট যারা দায়িত্বশীল পদে এখন কর্মরত আছেন, আমাকে ফোন করে অনুরোধ করেছিলেন আজকের এই কর্মসূচিতে যেন কোনো কঠোর কর্মসূচির ঘোষণা না করি। তো আমার মনে হলো আজকের এই প্রতিবাদ, এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ শুরু করেছে।’
‘আমি একটা আগাম প্রস্তাব দিয়ে রাখি। আগামী ৪ জানুয়ারি আপনারা যদি সম্মতি দেন আমরা একটা মহাসমাবেশ করতে পারি। যেখানে ৫০০ পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। আজকে হলো ২০০ পাওয়ার আর ওইদিন দেওয়া হবে ৫০০ পাওয়ারের অ্যান্টিবায়োটিক। তাহলে আমার মনে হয় আর অপারেশনের প্রয়োজন হবে না।’
উপস্থিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে আমাদের আন্দোলনটা শুরু। এই বিসিএস প্রশাসন পরিবারকে বাঁচানোর জন্য আমাদের আরো অনেক কষ্ট করতে হবে এবং আমাদের এ ধরনের আয়োজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে পারে। আমরা অনশনের কর্মসূচিও ঘোষণা করতে পারি। অতএব ধৈর্য ধরতে হবে। এবং কষ্ট করতে হবে।’
এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘এই ষড়যন্ত্রকে ঠেকানোর জন্য দুটো বিষদাঁত অঙ্কুরিত হয়েছে। এই বিষদাঁতগুলো উপড়ে ফেলতে হবে। একটা হলো মুয়ীদ ভাই। বিষ মুয়ীদ।’
তিনি বলেন, ‘আমাদের নবীন কর্মকর্তারা হয়তো তাকে জানে না। কিন্তু আমরা জানি। উনি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে একটা কলঙ্কিত ব্যক্তি। চাকরিজীবী হিসেবে সুবিধাবাদী হিসেবে উনি বিতর্কিত একজন কর্মকর্তা। উনি পাকিস্তান সিভিল সার্ভিসের সদস্য। উনি নিজের জন্ম ভুলে গেছেন।’
‘নিজের জন্ম পরিচয় দিতে ভুলে যায় তাকে কি বলে? আমি সেই শব্দটা উচ্চারণ করতে চাই না। আমরা ৪৮ ঘণ্টার মধ্যে এই মুয়ীদ ভাইয়ের অপসারণ চাই। সরকার যদি অপসারণ না করে কীভাবে অপসারণ করতে হবে সেই কোর্স আমাদের জানা আছে।’
এ সময় সাবেক এবং বর্তমানে কর্মরতদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।