প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৩:৫০ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীর লালবাগের নবাবগঞ্জ মসজিদ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হুসাইন শুভ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
নিহতের ভাই শাহাদাত হোসেন বলেন, ‘নবাবগঞ্জ এলাকায় মুরগির ব্যবসা করতেন শুভ। গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।’
মো. ফারুক বলেন, ‘সোমবার রাতে নবাবগঞ্জ মসজিদ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শুভ। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।’