পৃথিবীতে যত অশান্তি ও বিপর্যয় ঘটছে, তা মূলত মানুষের পাপাচার ও স্বেচ্ছাচারী জীবনযাপনের ফল। আল্লাহ তাআলা তাঁর কিতাবে উল্লেখ করেছেন যে, জল ও স্থলে বিপর্যয়ের কারণ মানুষের কৃতকর্ম। (সুরা-৩০ রুম, আয়াত: ৪১)
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন থেকে এমন সব বদভ্যাস পরিহার করতে বলেছেন, যা অশান্তি সৃষ্টি করে এবং আল্লাহর শাস্তির কারণ হয়।
একটি হাদিসে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. উল্লেখ করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে পাঁচটি খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে বলেছেন, যেগুলি জাতির মধ্যে বিপর্যয় নিয়ে আসে:
অশ্লীলতা
নবীজি বলেন, যখন একটি জাতিতে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে প্লেগ ও মহামারিসহ নানা নতুন ব্যাধি দেখা দেয়, যা পূর্বপুরুষেরা কখনও শোনেনি।
ওজনে কম দেওয়া
দ্বিতীয় অভ্যাস হলো মাপে ও ওজনে কারচুপি করা। যখন একটি জাতিতে এই ধরনের রোগ ছড়িয়ে পড়ে, তখন দুর্ভিক্ষ, মূল্যবৃদ্ধি, পরিশ্রমের কষ্ট এবং কর্তৃপক্ষের অত্যাচার বৃদ্ধি পায়।
জাকাত না দেওয়া
তৃতীয় হলো, যখন কোনো জাতি জাকাত প্রদান থেকে বিরত থাকে, তখন আল্লাহ তাদের ওপর বৃষ্টিপাত বন্ধ করে দেন।
আল্লাহ ও রাসুলের নির্দেশ অমান্য করা
চতুর্থ অভ্যাস হলো, যখন কোনো জাতি আল্লাহ এবং রাসুলের সঙ্গে করা প্রতিশ্রুতি ভেঙে ফেলে, তখন আল্লাহ তাদের ওপর অজ্ঞাত শত্রু পাঠান, যারা তাদের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নেয়।
আল্লাহর বিধান না মানা
পঞ্চম অভ্যাস হলো, যখন শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করতে ছেড়ে দেয় এবং আল্লাহর হুকুম তারা মেনে চলে না, তখন আল্লাহ তাদের মধ্যে পরস্পর বিবাদ ও কলহ বৃদ্ধি করে দেন।
(ইবনে মাজাহ, বায়হাকী, হাকেম)