বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ১০ পৌষ ১৪৩১

শিরোনাম: সদস্য পদ ফিরে পেলেন ৩ বিএনপি নেতা   ভারত থেকে ২৪৬৯০ টন চাল আসছে বৃহস্পতিবার   মেঘ-পাহাড়ের টানে বান্দরবানে পর্যটকের ভিড়   পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ   ফের পালালেন ময়মনসিংহের সাবেক এমপি!   দুদকের সাবেক কমিশনারের পাসপোর্ট বাতিল   হাসিনা-সালমান-জিয়াউলকে দায়মুক্তির চেষ্টা, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঝিকরগাছায় রূপসী বাংলা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সর্ববৃহৎ মানববন্ধন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৪১ পিএম | অনলাইন সংস্করণ

বেনাপোল-ঢাকা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যশোরে ঝিকরগাছায় রেলওয়ে স্টেশনে নিয়মিত যাত্রা বিরতির দাবিতে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির আয়োজনে মানববন্ধনে অর্ধশতাধিক ব্যানারে এক দফা (যাত্রাবিরতি) দাবিতে রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল তিনটায় অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা বেলা একটা থেকে ঝিকরগাছা রেলস্টেশনে আসতে শুরু করে। 

মুহূর্তের মধ্যেই ঝিকরগাছার দীর্ঘ প্ল্যাটফর্ম লোকে লোকারণ্য হয়ে যায়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ঢাকা থেকে ছেড়ে আসা সুসজ্জিত রূপসী বাংলা নতুন এই ট্রেনটি ঝিকরগাছা স্টেশনে পৌছালে মানববন্ধনে অংশগ্রহণকারীরা উচ্চশিত হয়ে পড়েন। তবে ঝিকরগাছা স্টেশনে কোন বিরতি না দিয়ে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়।

 এদিকে দাবি আদায়ে মানববন্ধনকারীরা দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষমান থাকেন। অংশগ্রহণকারী  সংগঠনগুলো হলো ঝিকরগাছা প্রেসক্লাব, ফুল উৎপাদক ও বিপণন সমিতি, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন ইউনিটি ক্লাব, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, ঝিকরগাছা কাজী সমিতি, জুয়েলারি ব্যবসায় সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, মিল মালিক সমিতি, হার্ডওয়ার ব্যবসায়ী সমিতি, নারী সামাজিক অ্যাসোসিয়েশন, ঝিকরগাছা কমিউনিটি,আশার আলো ফাউন্ডেশন, পোল্ট্রি এন্ড ফিস ফিড এসোসিয়েশন, এস কে সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, নিশানা শপিং কমপ্লেক্স ব্যবসায় সমিতি, মুদি ব্যবসায়ী সমিতি, চাউল ব্যবসায়ী সমিতি, পারটেক্স ও স্টিল ব্যবসায়ী সমিতি, ফার্নিচার ব্যবসায়ী সমিতি, ঝিকরগাছা ক্রিকেট একাডেমি, ক্রোকারিজ ব্যবসায়ী সমিতি, গ্যারেজ মালিক সমিতি,সহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলো এ মানববন্ধনে অংশগ্রহণ করে। 

কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য,উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান  সাবিরা নাজমুল, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রথম ক্যাডেট আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আহবায়ক ইমরান রেজা খোকন, তৌফিক রেজা টোকন, ফ্রেন্ডস টোয়েন্টির সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী,বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুর রহমান, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ হাফিজুর রহমান, বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সামাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ঝিকরগাছা কাজী সমিতির সভাপতি কে এম ইদ্রিস, ঝিকরগাছা যুবদলের আহবায়ক মুনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর যুবদলের আহবায়ক আরাফাত কমল,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসানসহ অংশগ্রহণকারী বিভিন্ন নেতৃবৃন্দ।

এ মানববন্ধন যশোর ঝিকরগাছার ইতিহাসে সর্ববৃহৎ ও স্মরণকালের একটি ঐতিহাসিক মানববন্ধন। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত, যশের ঐতিহ্য কপোতাক্ষ নদ বিধৌত ঝিকরগাছা উপজেলা ব্যবসা-বাণিজ্যের সোনাম সুখ্যাতি দেড়জোড়া। জন গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র হিসেবে জাতীয় অর্থনীতিতে ঝিকরগাছার গুরুত্ব অপরিসীম। স্থলবন্দর বেনাপোল ও যশোর বেনাপোল আন্তর্জাতিক মহাসড়ক ঝিকরগাছার উপর দিয়ে জেলা শহর যশোর এবং রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলা ও বিভাগীয় শহরের সাথে সংযুক্ত। ফলে ঝিকরগাছার গুরুত্ব কতটা সেটা বলাই বাহুল্য। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম মাধ্যম হল যোগাযোগ ব্যবস্থার উন্নতি। সেই লক্ষ্যে সরকার বেনাপোল ঢাকা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যে সার্ভিস চালু করেছে সেটি নিশ্চয়ই সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু পরিতাপের বিষয়ে এরকম জনগুরুত্বপূর্ণ রেলস্টেশনকে জনগণের মতামত অপেক্ষা যাত্রা বিরতি না দিয়ে সরাসরি ঢাকা বেনাপোল বেনাপোল ঢাকা সার্ভিস চালু রেখেছে। যেটা অত্যন্ত হতাশা জনক। আমরা অবিলম্বে সরকারের এই একতরফা ও হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করে ঝিকরগাছা রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দাবি জানাচ্ছি। আমাদের দাবি উপেক্ষিত হলে অদূর ভবিষ্যতে আমরা দাবি আদায়ে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]