বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ১০ পৌষ ১৪৩১

শিরোনাম: এমপি হওয়ার সর্বনিম্ন বয়স ২১ হচ্ছে?   ‘পতিত স্বৈরাচার বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে আসার সম্ভাবনা নাই’   পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয়া হবে: তালেবান সরকার   খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন জানুয়ারির প্রথমার্ধে   সংস্কার কমিশন প্রধানকে ‘বিষ মুয়ীদ’ সম্বোধন, পদত্যাগের আল্টিমেটাম   ‘একজনকে মারলে সমস্যা, তাই সাতজনকেই মেরেছি’   কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪০   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কোন কালপ্রিটরা কাদের,হাসান মাহমুদ ও আরাফাতকে পালাতে সাহায্য করেছে:নুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৪ এএম | অনলাইন সংস্করণ

কোন কোন কালপ্রিটরা ওবায়দুল কাদের, আরাফাতকে ও হাসান মাহমুদকে কে পালাতে সহায়তা করেছে? সেটা যদি সেনাপ্রধানও জড়িত থাকে বা পুলিশ প্রধান জড়িত থাকে তাহলে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। সেনাপ্রধান কে আমরা বলেছি ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন ।গণঅভ্যুত্থানের সময় ইতিবাচক রুল প্লে করেছিলেন এবং তিনি জনগণের পক্ষে ছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিবিশনের  টকশোতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসব কথা বলেন।

নুরুর হক নুর বলেন,অবশ্যই সেনাপ্রধানকে জবাবদিহি করতে হবে। সেনানিবাসে কোন সাড়ে ৬০০ ব্যক্তি ছিল। তারা এখন কোথায়? তারা তো মাঝখানে বলেছিল সরকার যদি চায় তাদের বিষয়ে সেনাবাহিনী তথ্য দিবে। আমরা এখন জানতে চাই তারা এখন কোথায় আছে?
নুরল হক নুর আরও বলেন,গণহত্যার বিচারটা হতে হবে রাজনৈতিকভাবে। বিএনপি যেহেতু বড় দল তারা কয়েকবার ক্ষমতায় ছিল। তাদের অবশ্যই দূরদর্শিতা বুঝাপড়া আছে। তাদের অবস্থান আমি অবজ্ঞা করতে পারবো না। সার্বিক বিবেচনায় আমি বলব, গণহত্যার বিচারটা এই সরকারের আমলে যতটুকু শেষ করা যায় করা উচিত পুরাটা কিন্তু শেষ হবে না তা ঠিক।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন,ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে কূটনীতিক তৎপরতা চালাতে পারি আমরা। আমরা বলতে পারি, তোমরা যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাও তাহলে হাসিনাকে ফেরত দাও। হাসিনা হচ্ছে ইতিহাসের জঘন্য স্বৈরাচার। তাকে যদি তোমরা রক্ষা করতে চাও তাহলে তোমরা জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে রক্ষা করবা।তোমরা কি হাসিনার বন্ধুত্ব নিবা নাকি বাংলাদেশের মানুষের বন্ধুত্ব নিবা। এ নিয়ে ভারতের সাথে কথা বলা যায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]