প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
ফেনীর দাগনভূঞায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবকদের নিয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।
উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ইমাম হাছান কচি, সানরাইজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক কাজী ইফতেখার, ইয়ারপুর মহিলা সংস্থার সভানেত্রী হোসনে আরা কাউসার প্রমুখ।
সভায় সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।