প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৩:১৩ পিএম | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মিঠু নামে অপর একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার মোল্লার চর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সোনারগাঁও থানার আমগতি এলাকার শহিদুল ইসলামের দুই ছেলে সোহান (২৬) ও উজ্জল।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মিঠু জানান, তারা তিনজন মোটরসাইকেলে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিল। মোল্লার চর এলাকায় একটি নসিমন দ্রুতগতিতে এসে তাদের মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহান মারা যায় এবং উজ্জলকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নসিমন ও চালককে আটকের চেষ্টা চলছে।