প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
মোংলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার রাতভর মোংলা পৌর শহর সহ উপজেলাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়,মোংলায় রাতভর মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় মোংলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে মাদকসহ আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী ও মাদকপাচারকারীদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করে পুলিশ। এসময় মাদকসহ মোঃ ফয়সাল হাওলাদার, নয়ন বাড়ই, মোঃ শাকিল শেখ, পিন্টু জিৎ সরদারসহ মোংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার হয়।
অভিযানের বিষয়ে মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, মোংলা শহরসহ উপজেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানার এ কর্মকর্তা।