দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তথা খুলনা বিভাগে বন্দর নগরী মোংলায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে গত রোববার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ তেলাওয়াতের প্রতিযোগিতা চলে রাত ১টা পর্যন্ত।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের ৫টি দেশের ক্বারী ও মোহাদ্দসসহ বেশ কয়েকজন ইসলামী বিশেষজ্ঞ দলের সদস্যরা।
সরেজমিনে জানা যায়, দেশের যুব সমাজ যেখানে নাচ-গান আর কুরুচিপূর্ণ ও অশালীন বিনোদন নিয়ে ব্যস্ত, সেখানে বন্দর নগরী মোংলার যুবকরা আয়োজন করেছে ভিন্ন রকম এক সম্মেলনের। বিশ্বের দেশগুলোর মধ্যে মিশর, পাকিস্তান, আফ্রিকা, তানজিনিয়া (আফ্রিকা) ভারত ও বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশের প্রখ্যাত শ্রেষ্ঠ ক্বারী ও মোহাদ্দেসগণদের নিয়ে কোরআন সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)’র উদ্যোগে এবং মোংলার যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে সার্বিক সহায়তা করেছেন।
উপজেলার দিগরাজ ট্রাক ষ্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলনে ক্বারীদের সুরালো মধুর কন্ঠে পড়া কোরআন শুনতে কোরআন প্রেমিক ও হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের হাজারো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। রাত যতই গভীর হয়েছে, দেশী-বিদেশী ক্বারীদের সুরের মুর্ছনায় মাতিয়ে তুলেন পুরো অনুষ্ঠানের প্যান্ডেল। এখানে শুধু মোংলা উপজেলার নয়, বাগেরহাট, শরণখোলা, মোড়েলগঞ্জ, দাকোপসহ আশপাশের ৭ থেকে ৮টি উপজেলার প্রান্তিক জনপদের নারী-পুরুষের সমাগম ঘটে এ ক্বিরাত সম্মেলনে। তেলাওয়াতের মুর্ছনায় মাতিয়ে তোলেন বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের অন্যতম।
এছাড়াও, বিদেশি শ্রেষ্ঠ ক্বারীয়ানাদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন মিশর থেকে আসা শায়খ ক্বারী আব্দুল হাফিজ আদ্দুরুনকী, দক্ষিন আফ্রিকা থেকে আসা শায়খ ক্বারী ফারদান আদম,তানজিনিয়ার আফ্রিকা থেকে আসা শায়খ ক্বারী ঈদী শাবান ও শায়খ ক্বারি রজাঈ আইয়ুব, পাকিস্তান থেকে আসা শায়খ ক্বারি জিসান হানিফ ও শায়েখ ক্বারী সালমান হাবিব, ভারত থেকে আসা শায়খ ক্বারী আবু মুহাম্মদ আস'য়াদ এবং বাংলাদেশের মধ্যে শায়খ ক্বারী ছিলেন আব্দুর রহমান,আতাউল্লাহ আজাদী ও আনোয়ার হোসেন। তারা পবিত্র কোরআনের মধ্য থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেন।
কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বাগেরহাট জেলা জামাতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, জামাত নেতা অধ্যাপক কহিনুর সরদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শঙ্কর বিশ্বাস, সমাজ সেবক মো. নাসির হাওলাদার, সার্বিক তত্ত্বাবধানের এ অনুষ্ঠানের উদ্যোক্তা মো. একে আজাদ মিন্টু এ সময় উপস্থিত ছিলেন।
যুবকদের মধ্যে অনুষ্ঠান পরিচালনায় নিয়োজিত স্বেচ্ছাসেবক জুয়েল রানা বলেন, বর্তমানে পশ্চিমা সংস্কৃতিতে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, তাদের কর্মকান্ড দেখে উঠতি বয়সের যুব সমাজের মধ্যে মাদক, খুন, ধর্ষন, সন্ত্রাসী, ছিনতাই আর রাহাজানি বেড়েই চলছে। তাই এই ধর্মীয় কোরআন তেলাওয়াতের ভাব গম্ভীরের মধ্যে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যাতে একটু হলেও কোরআনের মায়ায় তারা এ ধ্বংসের হাত থেকে ফিরে আসে।
এ অনুষ্ঠানের আয়োজক এ কে আজাদ মিন্টু বলেন, পূর্বপুরুষ থেকে তাফসিরুল কোরআন মাহফিল হলেও ক্বিরাত সম্মেলন এ অঞ্চলে এই ২য় বার। তাই আমরা চেষ্টা করছি এ অনুষ্ঠান সুন্দর ও সঠিকভাবে পরিচালনা করতে। এছাড়া ক্বিরাতুল কোরআন তেলাওয়াত অনুষ্ঠান শুনে যেন মানুষ বুঝতে পারে পবিত্র গ্রন্থখানা সহি ও শুদ্ধ ভাবে পড়তে হয় এবং কিছুটা হলেও মানুষ চেষ্টা করবে সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে। এ জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোংলা বন্দর এলাকায় কোরআন সম্মেলন এবারের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন ৫টি দেশ থেকে ৭ জন ক্বারীদের আহবান করা হলে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা)’র মাধ্যমে ৫ জন বিশ্ব বরেন্য ক্বারী অংশ্রগ্রহণ করেন। বাগেরহাট জেলার মোংলায় ২০২২ সালের ৫ জানুয়ারি প্রথম বিশ্ববিখ্যাত ক্বারীদের নিয়ে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।