বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ১০ পৌষ ১৪৩১

শিরোনাম: ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৫ জানুয়ারি শুরু   এমপি হওয়ার সর্বনিম্ন বয়স ২১ হচ্ছে?   ‘পতিত স্বৈরাচার বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে আসার সম্ভাবনা নাই’   পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয়া হবে: তালেবান সরকার   খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন জানুয়ারির প্রথমার্ধে   সংস্কার কমিশন প্রধানকে ‘বিষ মুয়ীদ’ সম্বোধন, পদত্যাগের আল্টিমেটাম   ‘একজনকে মারলে সমস্যা, তাই সাতজনকেই মেরেছি’   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মহাবিপাকে জাস্টিন ট্রুডো, হারাচ্ছেন পদ?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১১:২৬ এএম | অনলাইন সংস্করণ

চরম রাজনৈতিক অস্থিরতায় দিন পার হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। নিজ দলের আইনপ্রণেতারাই এখন তার পদত্যাগ চাচ্ছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের নির্বাচনে ট্রুডোর দলের হারার সম্ভাবনা অনেক বেশি। তার মধ্যে নিজে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। খবর রয়টার্স, দ্য গার্ডিয়ানের। 

গত রোববার ট্রুডোর অনেক সাবেক মিত্র বলেছেন, লিবারেল পার্টির অনেক এমপি এখন মনে করছেন সময় এসেছে তার পদত্যাগ করার। 

কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি, টরেন্টো স্টারসহ বেশ কয়েকটি কানাডিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, গত শনিবার লিবারেল পার্টির ৭৫ জন এমপির মধ্যে ৫১ জন ভার্চুয়ালি বৈঠক করেছেন। তারা সম্মিলিতভাবে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন। 

ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণে গত ১৬ ডিসেম্বর পদত্যাগ করেন কানাডার তৎকালীন উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এরপর লিবারেল পার্টির ২১ জন এমপি প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ চেয়েছেন। 

লিবারেল পার্টির আইনপ্রণেতা চন্দ্রা আরিয়া সিবিসিকে রোববার বলেছেন, এখন নেতৃত্ব পরিবর্তন ছাড়া বিকল্প নেই। আরিয়াও ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। 

২০১৩ সাল থেকে লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। তিনি ২০১৫ সালে দেশটির প্রধানমন্ত্রী হন। এরপর টানা ৯ বছর ধরে তিনি এ পদে আছেন।

সম্প্রতি মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।

এমন হুঁশিয়ার বার্তার পর যুক্তরাষ্ট্রে ছুটে যান ট্রুডো, দেখা করেন ট্রাম্পের সঙ্গে। সেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের কথা বলেন ট্রাম্প। এ নিয়েও ট্রুডোর দলকে বিপাকে পড়তে হয়েছে। এ ছাড়া ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি নিয়েও এখন পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেনি ট্রুডো প্রশাসন। 

ট্রাম্পের এই শুল্ক নীতির হুঁশিয়ারি নিয়েই ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেন ফ্রিল্যান্ড। এ ছাড়া কানাডা অর্থনীতি নিয়েও সংকট চলছে। সেইসঙ্গে সাম্প্রতিককালে ট্রুডোর জনপ্রিয়তাও নিম্নমুখী। সবমিলিয়ে মহাবিপাকে ট্রুডো। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]