প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:০১ পিএম | অনলাইন সংস্করণ
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির বোয়াল মাছ।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়ার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেন।
এসময় বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, সকালে পদ্মা নদীতে কালাম হালদারের জালে এই বোয়াল মাছ ধরা পড়ে। পরে ওই জেলের কাছ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫১ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেই।
তিনি বলেন, একজন বড় ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৫০ টাকা লাভে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করি।