সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১

শিরোনাম: ঢাকা থেকে খুলনা মাত্র পৌনে ৪ ঘণ্টায়, ট্রেন চলবে মঙ্গলবার থেকে   রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম   ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান ফখরুলের    বিপিএল একাদশ আসরের জমকালো উদ্বোধন   শিল্পকলার সাবেক ডিজি লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা   ২০২৫ সালে মাধ্যমিকে ছুটি ৭৬ দিন   সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঝিকরগাছায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় নাগরিকের ভূমিকায় ইউএনও
প্রতিনিধি (ঝিকরগাছা) যশোর
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৫১ পিএম | অনলাইন সংস্করণ

ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় নাগরিকের ভূমিকায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় তিনি এই ভূমিকা রাখেন।

 সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সেবা পাওয়ার প্রতিকার প্রতিটি নাগরিকের রয়েছে। নাগরিকসেবা নিশ্চিত করতে সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের কর্মনিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহীত সিদ্ধান্তসমূহের প্রতিবেদন দাখিল করতে হবে। 

সভায় পৌরপ্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ারকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি সেবা দেবেন না অথচ নাগরিক সেবার কর- ট্যাক্স আদায় করবেন তাতো হতে পারে না'। পৌর শহরের পরিছন্নতা, ড্রেনেজ, পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট সংস্কার হবে না সেবা নিশ্চিত হবে না সেটাতো হতে পারে না? 

উপজেলা পরিষদ অভ্যন্তরে বিদ্যুৎ ব্যবহার করেও আমাকে কেন বিদ্যুতের বিল পৌরসভাকে দিতে হবে'? এমন প্রশ্ন রাখেন তিনি। বিষয়টি পরিষ্কার করা না হলে প্রয়োজনে আমি এ ব্যাপারে মন্ত্রণালয়কে লিখব । আইন শৃঙ্খলা বিষয়ক পূর্বের মাসিক সভায় কিছু কিছু গৃহীত সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার এই বক্তব্য সর্বমহলে প্রশংসিত হয়েছে। 

সভায় উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, নাগরিক সনদ ও জন্ম নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত ফিসের বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। 

এই বিষয়ে সবাইকে সতর্ক করে তিনি বলেন, প্রত্যেক ইউপি চেয়ারম্যান তাদের নিজ খরচে বাইকিং এর ব্যবস্থা করে নির্ধারিত ফিসের বিষয়ে জনসাধারণকে অবগত করার পাশাপাশি তাদেরকে উৎসাহিত করতে হবে। শিশুদের জন্মনিবন্ধনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নির্বাহী অফিসার ভূপালী সরকার আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খাঁনকে বড়দিনের উৎসব আয়োজন নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নৈতিকতা কমিটির সদস্য সচিব জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সভায় উপস্থাপন করে। শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গৃহীত কার্যক্রমের ধারা অব্যাহত রাখার সিদ্ধান্তসহ সকল সরকারি ব্যয়ে কৃস্রতাসাধন এবং অফিসের অপ্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহার পরিহার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, সেনিটেশন, গ্রামীন
অবকাঠামোসমূহ সংস্কারে পৃথক পৃথক আলোচ্য সূচির উপর বিশেষ গুরুত্বারোপ করে সভার সভাপতি ভূপালী সরকার দীর্ঘ বক্তব্য রাখেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]