সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১

শিরোনাম: বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন   কুমিল্লায় মুক্তিযোদ্ধার মানহানির ঘটনায় প্রেস উইংয়ের নিন্দা   যশোরে আ.লীগের আত্মসমর্পণকারী ১৬৭ নেতাকর্মীর আইনজীবী আটক   ঘন কুয়াশায় একসঙ্গে ৬ ট্রাকের সংঘর্ষ, নারীসহ নিহত ২   সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা   কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ   শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হাসান আরিফ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আজও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮:৩০ এএম | অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে উঠছে সড়ক-মহাসড়ক, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। আজ ফের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় দুই গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারানো কারটিকে ধাক্কা দয়ে। এতে প্রাইভেটকারের এক নারী নিহত এবং চালকসহ আরও ৫ জন আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়েটির ঢাকাগামী লেনে বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে গতকাল (রোববার) ভোররাত ৪টার দিকে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় একটি বাসের পিছনের ও একটি বাসের সামনের অংশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে চাপা দিলে আহত হয় আরও কয়েকজন।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]