প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৮ এএম | অনলাইন সংস্করণ
‘মিউজিক ফেস্ট’ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট আসর।
সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’ এর পর আগামী আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে মাঠের লড়াই। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।
উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। প্রথম দিন মাঠে নামা রাজশাহী শেষ মুহূর্তে দলে নিয়েছেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিসকে। এই বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।
সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ।
ড্রাফট- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহেরব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।