সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১

শিরোনাম: সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা   কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ   হাসান আরিফ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত   শীতেও চুল থাকুক ঝলমলে   নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো কুয়েত    যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ   গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক মরদেহ উদ্ধার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, জখম ৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৭ এএম | অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আহমেদ শরীফ (৪৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়ায় গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শরীফ ওই এলাকার মৃত বিশারত আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। তারা হলেন- একই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম (৪০), সেলিম (৫৫) ও সেলিমের ছেলে সোয়েব (৩৩)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিপক্ষ আনসার জোয়ার্দারসহ তার লোকজনের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ছিল আহমেদ শরীফদের। হতাহতরা আওয়ামী লীগের কর্মী ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা নিজ বাড়ি ছেড়ে রামদিয়ার মাঝেরপাড়ায় আত্মগোপনে ছিলেন।

রোববার সন্ধ্যায় প্রতিপক্ষ আনসার জোয়ার্দার ও তার সঙ্গী ফরিদ উদ্দীন শরীফ ও তার আত্মীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনসারের লোকজন শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে আরও তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন ধরে আনসারসহ তার লোকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আনসার ও ফরিদ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। রোববার সন্ধ্যায় তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে শরীফ ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আমিসহ আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আহতরা হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]