প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৬:০৬ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ওই এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস্ নামে বোতাম তৈরির কারখানায় আগুন লাগে।
কারখানার কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এম অ্যান্ড ইউ ট্রিমস্ বোতাম তৈরি কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার গুদামে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের কয়েকটি শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় একজন নিহত হয়েছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদ হাসান জানান, কারখানার কেমিক্যালের গুদামে প্রথমে আগুন লাগে। এ সময় কয়েকটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে, ওই বিস্ফোরণের সময় একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে। এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকার বনানী কে ব্লকের ২২ নম্বর সড়কের বস্তিতে আগুন লাগে। এতে বেশ কয়েকটি বস্তি ঘর পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তারও আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সেদিন সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় দুপুরে তা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে। রেস্তোরাঁ ও সেই ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগুনে কোনো হতাহতের খবর মেলেনি।
আরও পড়ুন