রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: আমাদের কেবিনেটে অসৎ ব্যক্তি নেই: নৌ উপদেষ্টা   খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ২৯ ডিসেম্বর   বিটিভির সংবাদ পাঠক সালেহ আকরাম আর নেই   নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি   এনআইডি সার্ভার অপব্যবহারে জড়িতদের রেহাই নেই: ডিজি   দেশের দীর্ঘতম ম্যারাথন ‘কোস্টাল আলট্রা’র নিবন্ধন শুরু   ভারতকে খাটো করে দেখবেন না, বাংলাদেশকে হুঁশিয়ারি মিঠুনের   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দরিদ্র মাঝিকে নতুন নৌকা দিলো সেনাবাহিনী
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৯ পিএম | অনলাইন সংস্করণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নের ভান্ডারী ঘাটে এক দরিদ্র মাঝি কোরবান আলীকে নতুন নৌকা দিয়েছে মহালছড়ি সেনা জোন। 

রোবাবার (২২ ডিসেম্বর) সেনাবাহিনীর এই উদ্যোগটি গ্রহণ করা হয়। যা স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতকে আরো সহজতর করবে এবং দরিদ্র মাঝির জীবিকা উন্নত করতে সহায়ক হবে।

ভান্ডারী ঘাটটি চেঙ্গী নদীর পারাপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিদিন ক্যায়াংঘাট, সাতগড়িয়া ও রাঙ্গাপানিছড়া এলাকার প্রায় ৩-৪ শতাধিক মানুষ যাতায়াত করেন। এই ঘাটে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, অফিস কর্মচারীসহ সাধারণ মানুষ নদী পারাপার করতে আসে। তাই, নৌকার অবস্থা না ভালো হওয়ায় যাত্রীদের জন্য চরম অসুবিধা ছিল। 

নতুন নৌকা পাওয়ার পর কোরবান আলী বলেন, আগের নৌকাটি পুরানো ও নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে যাত্রীদের পারাপারে অনেক কষ্ট হতো। নতুন নৌকা পাওয়ার পর আমি শুধু আমার পরিবারকেই চালাতে পারব না, এলাকার ছাত্র-ছাত্রীদেরও আরো ভালো সেবা দিতে পারব।

মহালছড়ি সেনা জোনের এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইছে। 

স্থানীয়দের মতে, এই নতুন নৌকার মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াতের সমস্যা অনেকাংশে কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। কোরবান আলীর জন্য এটি শুধু একটি নৌকা নয়, তার জীবিকা ও জীবনের মান উন্নয়নের একটি নতুন দিশা হয়ে উঠবে।

এই উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় মানুষের প্রতি তাদের সহানুভূতি এবং দায়িত্বশীলতার প্রমাণ রাখল। খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের আরও সমাজসেবামূলক উদ্যোগ চালিয়ে যাওয়া হবে, যাতে পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]