রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: পানামা খাল নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প   ডিসেম্বরের ২১ দিনে ২৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স   সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা   রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা   হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক   গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট   গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৩ আসামির রিমান্ড   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিজয় দিবস উদযাপন ও গুণীজন সম্মাননা দিল বিসিআরসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ২:১১ পিএম আপডেট: ২২.১২.২০২৪ ২:১৭ পিএম | অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আয়োজন করল বর্ণাঢ্য আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক অতিথি ও দর্শক উপস্থিত ছিলেন।

‘আমাদের মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। 

অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জয়নুল আবেদীন ফারুক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ-আল-মামুন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

গুণীজন সম্মাননা

বিজয় দিবসের আলোচনার শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষা ও সেবায় আলহাজ্ব লায়ন মাসুদ হাসান লিটন, চেয়ারম্যান ব্রাইট গ্রুপ।

সেরা যুব সংগঠক খন্দকার এনামুল হক এনাম, আহ্বায়ক, জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ।

সমাজসেবা মো. মতিউর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং ডা. শফিকুর রহমান।

সাংবাদিকতায় বিশেষ অবদান সিনিয়র সাংবাদিক ওয়াহিদ মুরাদ।

সফল সংগঠক ও সমাজসেবা মো. শাহ আলম, যাত্রাবাড়ী থানা যুবদল।

জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সোহেল রানা সেরা সংগঠনের সভাপতি হিসেবে সম্মাননা গ্রহণ করেন।

অন্যায়ের বিচার দাবি

আলোচনার একপর্যায়ে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। বিগত সময়ে জয়নুল আবেদীন ফারুকের ওপর পুলিশের হামলার সময় সংগ্রহ করা একটি গেঞ্জি অনুষ্ঠানের মঞ্চে ফিরিয়ে দেওয়া হয় এবং ওই ঘটনার ন্যায্য বিচার দাবি করা হয়।

সাংস্কৃতিক পরিবেশনা

সম্মাননা প্রদানের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন আনোয়ার হোসেন, মেহেরুন আশরাফ, শম্পি জামান এবং আলী সারোয়ার। সোহাগ ও তার নৃত্যদল অসাধারণ নৃত্য পরিবেশনা উপহার দেন।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন বিসিআরসির যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সুমন চৌধুরী। সভাপতিত্ব করেন বিসিআরসির প্রতিষ্ঠাতা সভাপতি আলী আশরাফ আখন্দ।

কানায় কানায় পূর্ণ দর্শকদের করতালির মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপনের এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]