প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ২:০০ পিএম | অনলাইন সংস্করণ
চলতি বছরের গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে মোট ৮৫৮ শহীদ আর ১১ হাজার ৫৫১ জন আহত হয়েছেন। এদের মধ্যে শুধু নারায়ণগঞ্জের বাসিন্দা এমন নিহত হয়েছেন ৩০ জন এবং আহত হয়েছেন ৩৮৫ জন।
গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রথম ধাপের পৃথকভাবে প্রকাশিত খসড়া তালিকায় ২১ ডিসেম্বর গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট (musc. portal. gov. bd)'তে এ তথ্য প্রকাশ করা হয়।
তালিকা সূত্র অনুযায়ী, গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের তালিকাটি প্রথমে রয়েছে। যেখানে গণঅভ্যুত্থানে মোট আহতের সংখ্যা দেওয়া আছে ১১ হাজার ৫৫১ জন। অপরদিকে শহীদদের করা তালিকায় মোট শহীদ হিসাবে উল্লেখ করা হয়েছে ৮৫৮ জন।
প্রকাশিত দুটি তালিকা অনুযায়ী শুধু নারায়ণগঞ্জের ঠিকানা সংবলিত শহীদের সংখ্যা ৩০জন এবং আহতদের সংখ্যা ৩৮৫ জন রয়েছে।
তবে, প্রকাশিত এই খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখে এ তালিকা বিষয়ে কারো কোন যুক্তিসঙ্গত আপত্তি থাকলে তা গণঅভ্যৃত্থান সংক্রান্ত সেলের মেইল আইডি [email protected] এ অবহিত করতে অনুরোধ করা হয়েছে।