সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫ পৌষ ১৪৩১

শিরোনাম: পিলখানা হত‍্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা   মাঝ রাস্তায় চার্জ শেষ, গরু দিয়ে টানা হলো নেতার গাড়ি (ভিডিও)   মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন   ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন ১৬৮ জন   টানা ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা   শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণজুতা নিক্ষেপ   চার-ছক্কায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে বরিশালের জয়   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
তিন লাখ টাকা প্রতারণার শিকার ব্যাংকগ্রাহক, আটক ১
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ পিএম | অনলাইন সংস্করণ

যশোরের ঝিকরগাছায় এবি ব্যাংকের সামনে থেকে একজন গ্রাহক তিন লাখ টাকা প্রতারণার মাধ্যমে খুইয়েছেন। এসময় তিন প্রতারকের একজনকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে খোয়া যাওয়া তিনলাখ টাকা উদ্ধার হয়নি।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় এবি ব্যাংক ঝিকরগাছা শাখার নিচ তলায় লিবার্টি সু এর সামনে। 

প্রত্যক্ষদর্শী ও ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালি গ্রামের মোঃ শাহাবুদ্দিনের ছেলে আল আমিন (৩৩) ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে নিচে নেমে আসেন। এসময় পূর্বথেকে নিচে অপেক্ষমান তিন প্রতারক তাকে প্রলুব্ধ করে কাছে থাকা তিনলাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে দুই প্রতারক মোটরসাইকেল যোগে টাকাসহ পালিয়ে যেতে সক্ষম হয়। 

এ দুজন হল পিরোজপুর জেলার রায়েলকাঠি গ্রামের শেখ আলীর ছেলে সালাম শেখ (৫২) ও রফিকুল ইসলাম (৫৫)। 

প্রতারণার শিকার আল আমিন বলেন, আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিচে নেমে বাইক যোগে রওনা হওয়ার প্রস্তুতি নেই । এসময় প্রতারকরা সুকৌশলে তাদের ফেলে রাখা টাকাগুলো আমাকে প্রলোভন দেখিয়ে আমার নাকে চেতনানাশক জাতীয় (মেডিসিন) দিয়ে সম্মোহিত করার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে আমি চিৎকার করে একজনকে আঁকড়ে ধরি। অপর দুজন আমার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন, এই ঘটনায় একজন আসামি আমাদের হেফাজতে আছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]