প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:২৬ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ৭তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, লাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রচাথোয়াই চৌধুরী।
মারমা যুব ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি চিংহ্লামং মারমা সঞ্চালনায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর শাখার রাপ্রু মগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন , খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাস্টার, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা প্রমুখ।
বক্তারা বলেন, আমরা বৈষম্যহীন ভাবে সমাজের জন্য কাজ করতে চাই, অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই সকলে মিলে।
পরে মংখই মারমাকে সভাপতি , থোয়াইউ মারমাকে সাধারণ সম্পাদক ও রেমাদু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ১০১ জন সদস্য নিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।