প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৪ এএম | অনলাইন সংস্করণ
ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। তাই ম্যাচটি স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আজ শেষ ম্যাচে হেরে গেলে ঘরের মাঠেই লজ্জায় পড়বে ক্যারিবীয়রা। সেই লজ্জা এড়াতে ম্যাচ জয়ের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন উইন্ডিজ।
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করে ফুরফুরে মেজাজে আছে। আজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয় পেলে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ পাবে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৪৭ রান করেও শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানে জয় পায় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ১২৯ রানের মামুলি স্কোর নিয়েও তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও মেহেদি হাসানদের দায়িত্বশীল বোলিংয়ে ২৭ রানে জয় পায় বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে আফিফ হোসেন খেললেও প্রত্যাশিত রান করতে না পারায় দ্বিতীয় ম্যাচে তার পরিবর্তে মেহেদি হাসান মিরাজকে খেলানো হয়। শেষ ম্যাচে দল অপরিবর্তিত রাখতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ দল
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।