রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: সাজেকে উপচেপড়া ভিড়, তিন শতাধিক পর্যটকের বারান্দা-ক্লাবঘরে রাতযাপন   রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ   নাটোরে চলন্ত ট্রেনের বগিতে আগুন, নেভালেন স্থানীয়র   পিএসসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ   আন্দোলনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ   রাশিয়ায় বহুতল ভবনে ৯/১১ স্টাইলে ড্রোন হামলা   ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপির সমমনা দল ও জোট   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভারতের পার্লামেন্টে এমপিদের হাতাহাতিতে আহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৮ এএম | অনলাইন সংস্করণ

ভারতের পার্লামেন্টে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে বিরোধীদল কংগ্রেস সদস্যদের বাকবিতণ্ডা হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে। এই হাতাহাতিতে বিজেপির দুজন সংসদ সদস্য আহত হওয়ার অভিযোগ করে।

বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী অভিযোগ করে বলেন, তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্বয়ং। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ষড়ঙ্গী এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুতকে মারাত্মকভাবে জখম করেছেন রাহুল।

তবে রাহুল এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি সংসদের যখন ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, তখন কিছু বিজেপি সাংসদ আমাকে ঢুকতে বাধা দেন। তারা আমাকে ধাক্কা দিতে থাকেন। আমার সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গেকেও ঢুকতে বাধা দেওয়া হয়। এর ফলে ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি তৈরি হয়।

খাড়গেও বলেছেন, বিজেপি এমপিরা তাকে ধাক্কা দিয়েছেন। এতে তিনি মাটিতে পড়ে যান।

এনডিটিভি জানায়, ভারতের সাবেক মন্ত্রী ও সংবিধানের প্রধান স্থপতি হিসাবে বিবেচিত বি আর আম্বেডকরকে অবমাননা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে দুই পক্ষের এমপি’দের মধ্যে এইু তুলকালাম কাণ্ড হয়। ভারতের নতুন সংসদ ভবনের ছয়টি প্রবেশদ্বারের মধ্যে ‘মকর’ দ্বারে ঘটে সংঘর্ষ।

গত মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে এক ভাষণে অমিত শাহ আম্বেডকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বসেন। তিনি বলেছিলেন, এখন নতুন একটা প্রবণতা দেখা যাচ্ছে। সব বিষয়েই বার বার আম্বেডকর, আম্বেডকর করা হচ্ছে। এতবার সৃষ্টিকর্তার নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]